কলকাতার নন্দনে প্রদর্শিত হলো বাংলাদেশি চলচ্চিত্র 'মাইক'
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৪, ১৭:২১
কলকাতার নন্দনে প্রদর্শিত হলো বাংলাদেশি চলচ্চিত্র 'মাইক'
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশের প্রখ্যাত পরিচালক ও প্রযোজক এফ এম শাহীন পরিচালিত বাংলা চলচ্চিত্র 'মাইক' প্রদর্শিত হল কলকাতার প্রেক্ষাগৃহে।


২১ জানুয়ারি, রবিবার কলকাতার নন্দন-৩ প্রেক্ষাগৃহে 'মাইক' চলচ্চিত্রটি প্রদর্শিত হয়। এসময় আমন্ত্রিত দর্শকগণ আগ্রহভরে চলচ্চিত্রটি উপভোগ করেন।



মাইক চলচ্চিত্রের পরিচালক ও প্রযোজক এফ এম শাহীন বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৭ই মার্চের ভাষণকে দেশ থেকে দেশান্তর, প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ছড়িয়ে দেওয়ার জন্য মাইক সিনেমাটি নির্মাণ করা। দর্শকের ভালো লাগলেই 'মাইক' টিম সার্থক। সকলের প্রতিক্রিয়ায় আমি ভীষণ আপ্লুত।


তিনি বলেন, কলকাতার দর্শকদের জন্য এমন একটি সুযোগ করে দেওয়ায় ফোরাম ফর ফিল্ম স্ট্যাডিজ অ্যান্ড এলাইড আর্টস-এর সঙ্গে যুক্ত সবাইকে ধন্যবাদ জানাই।


চলচ্চিত্র প্রদর্শনীতে উপস্থিত ছিলেন মাইক চলচ্চিত্রের পরিচালক ও প্রযোজক এফ এম শাহীন, গৌতম দে, বরুণ রায়, সঞ্জিব অধিকারী, মনোতোষ বেরাসহ অন্যান্যরা।


এফ এম শাহীনের সঙ্গে চলচ্চিত্রটি যৌথভাবে পরিচালনা করেছেন হাসান জাফরুল। প্রযোজনা করেছে গৌরব '৭১। চলচ্চিত্রটি ইতোমধ্যে বেশ কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছে এবং আরও বেশ কিছু ফিল্ম ফেস্টিভ্যালে নমিনেশন পেয়েছে।


উল্লেখ্য, নিষিদ্ধ সময়ে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ শুনে উজ্জীবিত একদল কিশোরের দ্রোহের গল্প নিয়ে নির্মিত শিশুতোষ চলচ্চিত্র ‘মাইক’। এতে ফেরদৌস ছাড়াও অভিনয় করেছেন তানভিন সুইটি, তারিক আনাম খান, নাদের চৌধুরী এবং একঝাঁক শিশুশিল্পী। গত বছরের ১৩ আগস্ট চলচ্চিত্রটি বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল।


বিবার্তা/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com