
মার্কিন জনপ্রিয় অভিনেত্রী ও সংগীতশিল্পী লিন মার্টা মারা গেছেন। যার ঝুলিতে রয়েছে টেলিভিশন সিরিজ ‘লাভ, আমেরিকান স্টাইল’ এবং ‘জো কিড’, ‘ফুটলুজ’ এর মতো সিনেমায় অভিনয় করার অভিজ্ঞতা। গত ১১ জানুয়ারি মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) হলিউড রিপোর্টারের বরাত নিউ ইয়র্ক পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে, অভিনেত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার বন্ধু ক্রিস সেন্ট-হিলোয়ার। তিনি বলেন, ক্যানসারের সঙ্গে লড়াইয়ের পর বৃহস্পতিবার (১১ জানুয়ারি) লস অ্যাঞ্জেলেসের বাড়িতে মারা গেছেন মার্টা।
নিউ জার্সির সোমারভিলে জন্মগ্রহণ করা এ অভিনেত্রীর অভিনয়ের প্রথম ডেবিউ ছিল ১৯৬৬ সালের কমেডি সিরিজ ‘গিজেট’ এর একটি পর্বে। এরপর অ্যান্থলজি কমেডি সিরিজ ‘লাভ, আমেরিকান স্টাইল’-এর ১৮টি পর্বে দেখা যায় তাকে।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]