
বছর শুরুতেই শীতের আমেজ আর সেই আমেজে শোবিজ অঙ্গনে লেগেছে বিয়ের ধুম । শুরুটা হয়েছে মৌসুমী হামিদের বিয়ের খবর দিয়ে। এরপর ফারহান আহমেদ জোভান, নাজিয়া হক অর্ষা-মোস্তাফিজুর নূর ইমরান এবং পল্লব দিয়েছেন একই খবর।
এবার বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন মডেল-অভিনেত্রী জিনাত সানু স্বাগতা। চলতি মাসের শেষ দিকে ড. হাসান আজাদকে বিয়ে করবেন বলে জানালেন তিনি। এরই মধ্যে শুভাকাঙ্ক্ষীদের কাছে বিয়ের কার্ড পাঠানো শুরু হয়েছে। চূড়ান্ত করা হয়েছে ভেন্যুও।
স্বাগতা বলেন, ‘আমরা আমাদের সার্কেল নিয়েই বিয়ের অনুষ্ঠানটি করতে চাই। সেখানে দুই পরিবারের আত্মীয়-স্বজনের পাশাপাশি উপস্থিত থাকবেন মিডিয়ার কাছের মানুষরা। আমি ও হাসান-দুজনই গানের মানুষ। আমার পরিবারের সবাই গানের সঙ্গে যুক্ত। তাই বিয়ের দিন একটা গানের অনুষ্ঠানও থাকবে। একটু ঘরোয়াভাবেই অনুষ্ঠানটা করতে চাই।’
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]