
বিশ্বজুড়ে ‘টুয়েলভথ ফেল’-এর জয়জয়কার। বিক্রান্ত ম্যাসির সিনেমাটি যেন এক অনবদ্য উপাখ্যান। অন্যদিকে তাপসী পান্নু ঝড় তুললেন ‘ডাঙ্কি’-এর মাধ্যমে। এবার দুইয়ে দুইয়ে চার হবে। কারণ শীঘ্রই আসতে চলেছে জনপ্রিয় এই দুই তারকার ২০২১ এর সাড়া জাগানো সিনেমা ‘হাসিন দিলরুবা’-এর পরের কিস্তি। এবার তৈরি হচ্ছে ‘হাসিন দিলরুবা’র সিক্যুয়েল ‘ফির আয়ি হাসিন দিলরুবা’।
২০২১ সালে বলিউডের থ্রিলার চলচ্চিত্র ‘হাসিন দিলরুবা’ যেটি পরিচালনা করেছিলেন ভিনিল ম্যাথিউ। আর কালার ইয়েলো প্রোডাকশনের ব্যানারে প্রযোজনা করেছিলেন আনন্দ এল. রাই ও হিমাংশু শর্মা। জানা গেছে এরই মধ্যে শুটিং শেষ।
বলিউড হাঙ্গামাকে তাপসী পান্নু বলেন, সিনেমাটির শুটিং শেষ করা হয়েছে। সিনেমাটির বাকি কাজ শেষ করে শিঘ্রই নেটফ্লিক্সে মুক্তি দেয়া হবে।
বিক্রান্ত ও তাপসী ছাড়াও ‘ফির আয়ি হাসিন দিলরুবা’তে অভিনয় করেছেন সানি কৌশল, জিমি শেরগিলসহ আরও অনেকে। প্রথম পর্বটি ভিনিল ম্যাথিউ পরিচালনা করলেও দ্বিতীয় পর্ব পরিচালনা করেছেন জয় প্রসাদ দেশাই।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]