
একের পর এক চমক দিয়ে যাচ্ছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। বর্তমানে নাটক কমিয়ে দেশে একাধিক ওয়েব ফিল্মে অভিনয় করে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন তিনি। এরপর তার অভিষেক হয় কলকাতায়।
কলকাতায় অনুষ্ঠিত হলো ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের পুরস্কার প্রদান ‘সিনেমায় সমাবর্তন’।
কলকাতায় রোববার (১৪ জানুয়ারি) অনুষ্ঠিত হলো ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের পুরস্কার প্রদান ‘সিনেমায় সমাবর্তন’।
গেল বছর অতনু ঘোষের ‘আরো এক পৃথিবী’ দিয়ে চলচ্চিত্র দিয়ে ওপার বাংলায় অভিষেক হয় ফারিণের। ছবিটির জন্য সেরা সম্ভাবনাময় অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তিনি।
অনুষ্ঠানে হাজির থাকতে পারেননি তিনি। তবে আয়োজকদের প্রতি ফেসবুকে কৃতজ্ঞতা জানিয়েছেন এই অভিনেত্রী।
তাসনিয়া ফারিণ তার ফেসবুকে লিখেছেন, আমার প্রথম সিনেমা ‘আরো এক পৃথিবীর’ জন্য ২০২৩ সালের সেরা সম্ভাবনাময় অভিনেত্রী হিসেবে আমাকে সম্মানিত করায় ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ। আমি সত্যিই সেখানে থাকতে চেয়েছিলাম। তবে অতনু দা আমার হয়ে পুরস্কারটি গ্রহণ করেছেন, এর চেয়ে আনন্দের আর কিছু নেই। আমার ওপর আস্থা রাখার জন্য অতনু দাকে ধন্যবাদ। সিনেমাটিতে আমাকে কাস্ট করার জন্য এসকে মুভিজকে ধন্যবাদ। এ সম্মানের জন্য আমি কৃতজ্ঞতা জানাই।
এ আসরে ‘অর্ধাঙ্গিনী’ছবির জন্য সেরা পার্শ্ব-অভিনেত্রীর মনোনয়ন পেয়েছিলেন জয়া আহসান, পুরস্কার পেয়েছেন মমতা শঙ্কর (পালান)। গত বছরই অবশ্য এ আয়োজনে সেরা অভিনেত্রীর (বিনিসুতোয়) পুরস্কার পেয়েছিলেন বাংলাদেশি অভিনেত্রী।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]