অ্যামি অ্যাওয়ার্ড ২০২৪ বিজয়ী হলেন যারা
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৪, ১৯:৫১
অ্যামি অ্যাওয়ার্ড ২০২৪ বিজয়ী হলেন যারা
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ৭৫তম এমি অ্যাওয়ার্ড। সোমবার (১৫ জানুয়ারি) রাতে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান একাডেমি অব টেলিভিশন আর্টস অ্যান্ড সায়েন্সেস এই সম্মানজনক আসরে ২০২৩ সালের সেরাদের পুরস্কার দেওয়া হয়েছে।


অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অ্যান্থনি অ্যান্ডারসন। এবারের আসরে ‘বিয়ার’ এবং ‘সাকসেশন’-এর জয়জয়কার হয়েছে।


অ্যামি অ্যাওয়ার্ড বিজয়ীদের মধ্যে থেকে উল্লেখযোগ্য বিভাগের তালিকা নিচে দেওয়া হলো-


সেরা ড্রামা সিরিজ: সাকসেশন (এইচবিও)


সেরা কমেডি সিরিজ: দ্য বিয়ার (এফএক্স)


সেরা লিমিটেড বা অ্যান্থোলজি সিরিজ: বিফ (নেটফ্লিক্স)


সেরা অভিনেতা (কমেডি সিরিজ): জেরেমি অ্যালেন হোয়াইট (দ্য বিয়ার, এফএক্স)


সেরা অভিনেত্রী (কমেডি সিরিজ): কুইন্টা ব্রানসন (অ্যাবট এলিমেন্টারি, এবিসি)


সেরা পার্শ্ব অভিনেতা (কমেডি সিরিজ): ইবন মস-বাচরাচ (দ্য বিয়ার, এফএক্স)


সেরা পার্শ্ব অভিনেত্রী (কমেডি সিরিজ): আয়ো ইদেবিরি (দ্য বিয়ার, এফএক্স)


সেরা অভিনেতা (ড্রামা সিরিজ): কিরান কুলকিন (সাকসেশন, এইচবিও)


সেরা অভিনেত্রী (ড্রামা সিরিজ): সারাহ স্নুক (সাকসেশন, এইচবিও)


সেরা পার্শ্ব অভিনেতা (ড্রামা সিরিজ): ম্যাথিউ ম্যাকফ্যাডিয়েন (সাকসেশন, এইচবিও)


সেরা পার্শ্ব অভিনেত্রী (ড্রামা সিরিজ): জেনিফার কুলিজ (দ্য হোয়াইট লোটাস, এইচবিও)


সেরা অভিনেতা (অ্যান্থোলজি সিরিজ অথবা সিনেমা): স্টিভেন ইয়ুন (বিফ, নেটফ্লিক্স)


সেরা অভিনেত্রী (অ্যান্থোলজি সিরিজ অথবা সিনেমা): আলী ওং (বিফ, নেটফ্লিক্স)


সেরা পার্শ্ব অভিনেতা (অ্যান্থোলজি সিরিজ অথবা লিমিটেড অথবা সিনেমা): পল ওয়াল্টার হাউসার (ব্ল্যাক বার্ড, অ্যাপল টিভি+)


সেরা পার্শ্ব অভিনেত্রী (অ্যান্থোলজি সিরিজ অথবা লিমিটেড অথবা সিনেমা): নিসি ন্যাশ-বেটস- ডাহমার (মনস্টার: জেফরি ডাহমার স্টোরি, নেটফ্লিক্স)


সেরা পরিচালক (কমেডি সিরিজ): ক্রিস্টোফার স্টোরার (দ্য বিয়ার, এফএক্স)


সেরা পরিচালক (ড্রামা সিরিজ): মার্ক মাইলড (সাকসেশন, এইচবিও)


সেরা পরিচালক (অ্যান্থোলজি সিরিজ অথবা লিমিটেড অথবা সিনেমা): লি সাং জিন (বিফ, নেটফ্লিক্স)
তথ্যসূত্র: বিলবোর্ড, সিবিসি নিউজ


বিবার্তা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com