
শাহরুখ খান ‘পাঠান’ এবং সালমান খান ‘টাইগার থ্রি’ নিয়ে যখন দাপট দেখতে ব্যস্ত তখন গা ঝাড়া দিয়েছেন হৃতিক রোশন। আগামী ২৫ জানুয়ারি তিনি প্রেক্ষাগৃহে ফিরবেন নতুন সিনেমা ‘ফাইটার’ নিয়ে।
নতুন খবর হচ্ছে হৃতিকের ‘ফাইটার’একই দিনে বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে। এরক্ম আভাস দিয়েছেন পরিচালক ও বিদেশি ছবির আমদানিকারক অনন্য মামুন। সামাজিক মাধ্যমে এ বার্তা দিয়েছেন তিনি।
গতকাল শুক্রবার নিজের ফেসবুকে ‘ফাইটার’-এর ছবি পোস্টার প্রকাশ করে মামুন লিখেছেন, সব ঠিক থাকলে ‘ফাইটার’ নিয়ে দেখা একই সাথে বাংলাদেশে।
এদিকে এর মাধ্যমে প্রথম কোনো হিন্দি ছবি থ্রিডি ভার্সনে দেখার সুযোগ মিলবে দর্শকদের। এরকম জানিয়ে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের কর্ণধার মামুন লিখেছেন, ‘এই প্রথম বাংলাদেশের দর্শকরা কোনো হিন্দি ছবি থ্রিডি ও টুডি একসাথে উপভোগ করার সুযোগ পাবেন।’
ফাইটার প্রযোজনা করেছে ভায়াকম ১৮ মোশন পিকচার্স। পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। এতে হৃতিকের সঙ্গে পর্দা ভাগ করেছেন দীপিকা পাড়ুকোন। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন অনিল কাপুর, করণ সিং গ্রোভার, অক্ষয় ওবেরয় প্রমুখ।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]