‘স্বপ্নের ঠিকানা’র পরিচালক এমএ খালেক মারা গেছেন
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৪, ০৯:১৭
‘স্বপ্নের ঠিকানা’র পরিচালক এমএ খালেক মারা গেছেন
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

দর্শকনন্দিত নায়ক সালমান শাহ-শাবনূর অভিনীত ‘স্বপ্নের ঠিকানা’ ছবির পরিচালক ও বীর মুক্তিযোদ্ধা এমএ খালেক মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।


গত ৩ জানুয়ারি দিনগত রাত ৩টায় তিনি রাজধানীর একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।


চলচ্চিত্র পরিচালক এমএ খালেকের মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন নির্মাতা অপূর্ব রানা।
খালেকের পারিবারিক সূত্রে জানা গেছে, মাসখানেক আগে ঢাকার মতিঝিলে তার রিকশাকে পেছন থেকে আরেকটি রিকশা ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়ে গিয়ে মাথায় আঘাত পান। পরে কয়েকজন পথচারী তাকে ঢাকার মধুবাগের বাসায় পৌঁছে দেন। তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্যরা তাকে হলি ফ্যামিলি হাসপাতালে নেন। পরীক্ষা–নিরীক্ষা শেষে চিকিৎসকেরা জানান, এম এ খালেকের মস্তিষ্কে রক্তক্ষরণ ঘটেছে। এরপর থেকেই হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।
এদিকে পাঁচদিন আগে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে বাসায় আনা হয়। বুধবার মধ্যরাতে হঠাৎ অসুস্থ হয়ে রাত ৩টার দিকে এম এ খালেক মারা যান।


সালমান শাহ ও শাবনূরকে নিয়ে নির্মিত এম এ খালেকের ‘স্বপ্নের ঠিকানা’ সিনেমাটি মুক্তির পর দর্শকমহলে বেশ সাড়া ফেলেছিল। ১৯৯৫ সালের ১১ মে মুক্তিপ্রাপ্ত সিনেমাটি প্রযোজনা করেন নুরুল ইসলাম।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com