হারি বা জিতি থাকবো, পালিয়ে যাব না: মাহি
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৪, ১৭:৪৯
হারি বা জিতি থাকবো, পালিয়ে যাব না: মাহি
তানোর (রাজশাহী) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ট্রাক প্রতীক নিয়ে লড়ছেন। নির্বাচনি প্রচারণার শেষদিকে এসে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন সকাল থেকে গভীর রাত পর্যন্ত। তার এই নিরলস পরিশ্রম এরই মধ্যে তানোর-গোদাগাড়ীর মানুষের মাঝেও বেশ সাড়া ফেলেছে। ফলে তিনি যেদিকেই যাচ্ছেন, তাকে এক নজর দেখার জন্য, তার সাথে একটি ছবি তোলার জন্যে শত শত মানুষ ভিড় করছেন।


জয়ের বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে মাহি বললেন, ‘আমি অনেক টেনশনে আছি। এই কারণে সেটা হচ্ছে যে, আমি সমস্ত মা-বোনদের কাছে যেতে পারছি না। আমার খুব ইচ্ছে ছিল প্রত্যেকটা গ্রামে গ্রামে আমি যাবো। তানোর ও গোদাগাড়ীর মতো এত বড় জায়গায় প্রত্যেক বাড়িতে যাওয়া আমার পক্ষে সম্ভব হচ্ছে না। আমি সবাইকে অনুরোধ করবো মাগো, আমাকে অভিমান করে ভোট দিবেন না এটা করবেন না।’


সোমবার ইংরেজি নববর্ষের প্রথম দিন ঘনকুয়াশা ভেদ করে ধুলোয় ভরা পথ পাড়ি দিয়ে গ্রামে গ্রামে ঘুরে ভোট চেয়েছেন। মাঝে মধ্যে সমাবেশ করে চরের ভোটারদের আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, 'আমাকে শুধু একটা সুযোগ দিন। চরেও কর্মসংস্থানের ব্যবস্থা করব। চরের মানুষের জীবন পাল্টে দেব।’


মাহি আরও বলেন, ‘আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। আমি অনেকদিন ধরেই এই এলাকার মানুষের পাশে আছি। তাদের সাথে আজীবন থাকবো। হারি বা জিতি থাকবো। পালিয়ে যাব না। একেবারে খেটে খাওয়া মানুষের ভালোবাসা পাচ্ছি বেশি। যারা মাঠে কাজ করে, বাড়িতে কাজ করে, তারা আমাকে বুকে টেনে নিচ্ছেন। তাদের ভালোবাসাতেই আমি জয়ী হবো ইনশা আল্লাহ।’


বিবার্তা/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com