
অনুপম খের তাঁর ৫৩৮ তম সিনেমা ‘অগ্নিযুগ: দ্য ফায়ার’এ রবীন্দ্রনাথ চরিত্রে অভিনয় করেছেন। সে খবর আগেই জানিয়েছিলেন এই বর্ষীয়ান অভিনেতা। সময়ের সঙ্গে এই ছবির কাজ ধীরে ধীরে এগিয়ে নিয়ে চলেছেন চলচ্চিত্রের পরিচালক বিশ্বজিৎ।
এই ছবির ভাবনা প্রসঙ্গে বিশ্বজিৎ বলেছিলেন, 'অনেক কষ্ট করে আমরা স্বাধীনতা পেয়েছি। একজন শিল্পী হিসেবে আমি সব সময়ই আমাদের দেশনায়কদের লড়াইকে সম্মান করি। এই চলচ্চিত্র তাঁদের প্রতি আমার শ্রদ্ধার্ঘ্য।
ছবিতে বেশ কিছু কাস্টিং চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন তিনি। এই চলচ্চিত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের চরিত্রে অভিনয় করবেন অনুপম খের এবং লালা লাজপত রাইয়ের চরিত্রে অভিনয় করবেন ধর্মেন্দ্র।
গত বছর জুলাই মাসে অনুপম সামাজিক যোগাযোগ মাধ্যমে রবীন্দ্রনাথের লুকে নিজের ছবি প্রকাশ করে ইন্ডাস্ট্রিতে শোরগোল ফেলে দেন। অনুপমের লুক নিয়ে আলোচনার পাশাপাশি সমালোচনাও হয়েছিল বিস্তর। অভিনেতা তখন ছবির নাম আড়ালেই রেখেছিলেন।
সে কথা মনে করিয়ে বিশ্বজিৎ বললেন, তখন অনেকেই জানতে চেয়েছিলেন। কিন্তু এখন বলতে বাধা নেই যে, আমার ছবির জন্য অনুপমের লুক সেট হয়েছিল।
ছবিতে অনুপমের লিপে কুমার শানুর কণ্ঠে ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে’ গানটিও রাখা হবে।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]