
ঢাকাই সিনেমার বর্তমান প্রজন্মের অভিনেত্রী নাজিফা তুষি। একটি রিয়েলিটি শো’র প্রথম রানার-আপ হয়ে শোবিজ অঙ্গনে পা রাখেন। পরবর্তীতে
রেদওয়ান রনি পরিচালিত ‘আইসক্রিম’ সিনেমার মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় নাজিফা তুষির। এরপর মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘হাওয়া’ সিনেমায় অসাধারণ অভিনয় করে প্রশংসিত হয়েছেন এ নায়িকা।
কয়েক মাস ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের সৌন্দর্যের দ্যুতি ছড়াচ্ছেন অভিনেত্রী নাজিফা তুষি। সেখানে বিভিন্ন ভঙ্গিতে মেলে ধরছেন নিজেকে। ফটোক্রেডিটে লিখছেন, নিরাকার। তা দেখে নেটিজেনদের অভিনেত্রীর ফটোগ্রাফার নিরাকার সম্পর্কে আগ্রহ জন্মায়। অনেকের প্রশ্ন, অভিনেত্রীর ফটোগ্রাফার কে এই নিরাকার? এক ঘনিষ্ঠ সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছে এই নিরাকার হচ্ছেন নাজিফার প্রেমিক। তিনি আর কেউ নন, ‘হাওয়া’ সিনেমার পরিচালক মেজবাউর রহমান সুমন।
তবে তুষি আসলেই সুমনের সঙ্গে সম্পর্কে আছেন কিনা জানতে চাইলে সংবাদমাধ্যমের কাছে অস্বীকার করেন অভিনেত্রী। তিনি বলেন, ‘হাস্যকর। ভুল ভাবছেন।’ তবে সঠিক ভাবনা কি হতে পারে, তেমন কোনও দিকনির্দেশনা দেননি তুষি। নিরাকার কে সে বিষয়ে জানতে চাইলে জবাবে তুষি বলন, ‘আমার ভাই’!
এদিকে সূত্রের কথামতো, অনেক দিন ধরেই প্রেমের সম্পর্কে রয়েছেন তুষি ও সুমন। ব্যক্তিগত সম্পর্ককে একান্ত নিজেদের মধ্যে রাখতে স্বাচ্ছন্দ্যবোধ করেন তারা। তাই বিষয়টি সামনে আনতে চাইছেন না তারা।
তবে তুষি অস্বীকার করলেও তার প্রেমিক যে সুমন তার কিছুটা আলামত মিলেছে। গত ২৮ ডিসেম্বর ইনস্টাগ্রামে কিছু ছবি প্রকাশ করেন তুষি। বোঝা যাচ্ছে ছবিগুলো কোনো প্রমোদতরীতে তোলা। আর প্রমোদ তরীর লুকিং গ্লাসে দেখা মিলেছে ফটোগ্রাফারের। ফটোগ্রাফারের চেহারা জুম করলে মেজবাউর রহমান সুমনের মতোই লাগছে।
সূত্রও বলছে, ছবিগুলো অনেকটা ভুল করেই আপলোড করেছেন তুষি। লুকিং গ্লাসে যে ফটোগ্রাফারকে দেখা যায়, সেটি খেয়াল না করার ফল এটি।
প্রসঙ্গত, তুষির সবশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘হাওয়া’। ধারণা করা হচ্ছে, এ সিনেমা করতে গিয়েই সুমনের সঙ্গে ভালোবাসার সম্পর্কে জড়িয়েছেন তিনি।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]