
মানুষের শখের শেষ নেই। একেকজনের একেক রকম শখ। তেমনি এর বাইরে নন টলিউড অভিনেত্রী ঋতুপর্ণাও। সম্প্রতি নতুন এক শখের নেশায় মজেছেন তিনি। গাড়ি চালানোর নেশায় পেয়েছে তাকে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
টলিউড ইন্ডাস্ট্রিতে যারা ঋতুপর্ণাকে চেনেন তারা জানেন যে, অভিনেত্রীর প্রতিটা দিন কাটে ব্যস্ততায়। শুটিং ছাড়াও বিভিন্ন সামাজিক উদ্যোগে শামিল হন তিনি। তাই দিনের মধ্যে অনেকটা সময় তার কাটে গাড়িতে। পাশাপাশি মুম্বাই-সিঙ্গাপুরে যাওয়া তো রয়েছেই।
সাধারণত ক্যামেরার সামনে তারকাদের গাড়ির পিছনের আসন থেকে নেমে আসতে দেখা যায়। তবে ঋতুপর্ণা এবার চালকের আসনে। অভিনেত্রী জানিয়েছেন, এখন তিনি নিজেই গাড়ি চালাচ্ছেন। বুধবার ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। সেই ছবিতে দেখা যাচ্ছে গাড়ির চালকের আসনে বসে রয়েছেন ‘উৎসব’ ছবির নায়িকা। জানলা দিয়ে তার হাসি মাখা মুখ ধরা পড়েছে ক্যামেরায়। সঙ্গে অভিনেত্রী লিখেছেন, ‘আমার নতুন খুঁজে পাওয়া ভালোবাসা। শহরে গাড়ি চালিয়ে ঘুরে বেড়াচ্ছি।’
এদিকে বেশকিছু ছবি মুক্তির অপেক্ষায় আছে ঋতুপর্ণার। এছাড়া শেষ করেছেন ‘দাবাড়ু’ নামের একটি ছবির কাজ। গ্র্যান্ডমাস্টার সূর্যশেখর গঙ্গোপাধ্যায়ের বায়োপিক এটি।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]