ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহমুদ হাসান তাবীব ও ‘গাল্লি বয়’ রানার র্যাপ সংগীতের জনপ্রিয়তায় আলোচনায় উঠে আসেন তারা। এবার তাদের সাফল্যের মুকুটে নতুন এক পালক যুক্ত হলো। প্রথমবারের মতো বলিউডে মুক্তি পেল তাদের গান।
বলিউডের জন্য গান করেছেন ‘গালিবয়’ খ্যাত রানা ও তাবীব মাহমুদ। গানটি নতুন ধাঁচে এরই মধ্যে প্রকাশ পেয়েছে ওটিটি প্ল্যাটফর্মে। ভারতের জনপ্রিয় ডিজনি হটস্টার ওটিটি প্ল্যাটফর্মে ‘কালা’ নামের সিরিজ মুক্তি পেয়েছে। সেখানে তাবীব ও রানার গাওয়া ‘চাপ নাই’ শিরোনামের গানটি শোনা যাবে। দুবছর আগে প্রকাশিত এই গানটি নিয়ে আগ্রহ প্রকাশ করে ‘কালা’ সিরিজের টিম।
এ প্রসঙ্গে তাবীব মাহমুদ জানান, ছয়মাস আগে সিরিজের প্রোডাকশন টিম তার সঙ্গে যোগাযোগ করে। স্ক্রিপ্ট শোনার পর কিছু জায়গায় মিউজিক পরিবর্তন করে গানটি তাদের দেওয়া হয়। বড় প্ল্যাটফর্মে নিজের গান প্রকাশ পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন এই র্যাপার।
জানা যায়, গানটির জন্য প্রথমে পারিশ্রমিক নিতে রাজি হচ্ছিলেন না তাবীব। পরবর্তীতে জোর করে তাকে ৫০ হাজার রুপি সম্মানী হিসেবে দেওয়া হয়।
সেপ্টেম্বরে মুক্তি পাওয়া ক্রাইম থ্রিলারধর্মী ‘কালা’ সিরিজ নির্মাণ করেছেন বিজয় নাম্বিয়ার। অভিনয় করেছেন অবিনাশ তিওয়ারি, রোহান বিনোদ মেহরা, নির্ভীতা পিথুরাজসহ আরও অনেকে।
২০১৮ সালে পথশিশু রানাকে নিয়ে ‘আমি রানা গলিবয়, ঢাকাইয়া গলিবয়’ গানটি নির্মাণ করে আলোচনায় আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাবীব মাহমুদ। সমাজের নানা অসংগতি, অনিয়ম নিয়ে র্যাপ ঘরানার গান করে জনপ্রিয় হয়ে উঠেন দু’জনে। ২০২১ সালে তাদের করা ‘চাপ নাই’ গানটি প্রকাশিত হয় ব্যাপক ভাইরাল হয়।
বিবার্তা/পুলক/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]