প্রতারণার অভিযোগে অভিযুক্ত বলিউড অভিনেত্রী জেরিন খান। পারিশ্রমিক নিয়েও অনুষ্ঠানে আসেননি। সেই অভিযোগের প্রেক্ষিতেই ২০১৮ সালে মামলা দায়ের করেছিল কলকাতার এক ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপ। এবার সেই মামলার ভিত্তিতেই কলকাতায় গ্রেফতারি পরোয়ানা জারি হল জেরিন খানের বিরুদ্ধে।
জানা গেছে, ২০১৮ সালে ১২ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬ লাখ টাকা) পারিশ্রমিক নিয়েও ৬টি অনুষ্ঠানে না থাকার অভিযোগে জারি হয়েছে এ গ্রেফতারি পরোয়ানা।
নারকেলডাঙা থানায় ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়। এ ঘটনায় চার্জশিট পেশ করেছে নারকেলডাঙা থানার পুলিশ। জেরিন খানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো প্রতিক্রিয়া মেলেনি।
২০১০ সালে সালমান খানের বিপরীতে ‘বীর’ ছবি দিয়েই বলিউডে পা রাখেন জেরিন খান। অনেকেই এ অভিনেত্রীর চেহারার সঙ্গে ক্যাটরিনা কাইফের মিল দেখতে পান। তখন সদ্য বলিউড ভাইজানের সঙ্গে ক্যাটরিনার বিচ্ছেদ হয়েছে। সালমানের হাত ধরেই হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসেন তিনি। তবে পর পর বেশ কয়েকটি ছবি করেই বলিউড থেকে লম্বা বিরতিতে যান জেরিন। বর্তমানে সিনেপর্দায় তাঁকে দেখা যায় না সেরকম। তথ্যসূত্রঃ এবিপি আনন্দ
বিবার্তা/পুলক/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]