
জয়া আহসানের সঙ্গে সৃজিত মুখার্জীর প্রেম নিয়ে টলিউড কম জল ঘোলা হয়নি। তবে সে সম্পর্কের অবনতির কারণে দীর্ঘ পাঁচ বছর একে অপর থেকে অনেকটা দূরে থেকেছেন। সময় বদলেছে। বদলে গেছে অনেককিছু। কমে গেছে সৃজিত-জয়ার দূরত্ব ও। চলতি বছর সৃজিতের ‘দশম অবতার’ সিনেমায় নিজের নাম লিখিয়ে ফের এক হয়েছেন সৃজিত জয়া।
বলা যেতে পারে সৃজিতের হাত ধরেই টলিউডে জয়া আহসানের পায়ের তলার মাটি শক্ত হয়েছিল। জয়া এখন টলিউডের প্রথম সারির তারকা। ঘরে তুলেছেন বহু পুরস্কার-সম্মাননা। অর্ধ দশক পর সেই সৃজিত মুখার্জির নির্মাণে কাজ করছেন তিনি। ছবির নাম ‘দশম অবতার’। ঘটা করে ঘোষণা, ফার্স্টলুক প্রকাশের পর শুটিং-গান রেকর্ডিং-সম্পাদনা শেষে এখন চলছে ডাবিংয়ের কাজ।
এ ছবিতে কাজ করতে গিয়ে পাঁচ বছর আগের পুরোনো সৃজিতকেই খুঁজে পেয়েছেন জয়া। তার মতে আগেও যেমন নিষ্ঠুর ছিলেন, ওরকমই আছেন সৃজিত।
ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে জয়া বলেন, “প্যাশনের জায়গা থেকে সৃজিতের মধ্যে পরিবর্তন দেখিনি। ভালো শটের জন্য যেমন নিষ্ঠুর ছিল, ওরকমই আছে। কাজের প্রতি ভালোবাসা থাকলে এটা হয়। ‘রাজকাহিনি’র সময় চমকে গিয়েছিলাম। এখন বুঝি, এটা ওর স্বাভাবিক স্বত্বা।”
বিবার্তা/পুলক/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]