'এক ঈদের স্টার, মেগাস্টার, সুপারস্টার ভাব নিয়েন না'
প্রকাশ : ১৩ জুলাই ২০২৩, ১১:০৪
'এক ঈদের স্টার, মেগাস্টার, সুপারস্টার ভাব নিয়েন না'
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

এখন বড়পর্দায় অনেকটা কমই দেখা যায় নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানীকে। লাইট-ক্যামেরা-অ্যাকশন থেকে দূরে থাকলেও ব্যস্তার শেষ নেই তার। পরিবার এবং ব্যবসা নিয়ে বেশ ভালোই সময় কাটিয়ে থাকেন এই তারকা।


পর্দা থেকে আপাতত দূরে থাকলেও সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় ওমর সানী। সেখানে প্রায়ই ব্যক্তিজীবন, সমসাময়িক বিভিন্ন ইস্যু এবং ক্যারিয়ার সম্পর্কিত ব্যাপারে কথা বলতে দেখা যায় তাকে।


বিভিন্ন সময় নানা ইস্যুতে কথা বললেও কখনো কখনো পরোক্ষভাবে কাউকে পরামর্শও দেন তিনি। এবারও এক পরামর্শ দিতে দেখা গেল নব্বই দশকের জনপ্রিয় এই নায়ককে।


বুধবার (১২ জুলাই) দিবাগত রাতে ফেসবুক ভেরিফায়েড প্রোফাইলে এক স্ট্যাটাসে ওমর সানী লেখেন, ‘ঈদ গেছে এবার আসেন ১২ মাস খেলি যেভাবে খেলতেন আমাদের সিনিয়র।’


‘রুবেল, নাঈম, শাবনাজ, মান্না, ওমর সানী, বাপ্পা রাজ, সালমান শাহ, মৌসুমী, শাবনুর, শাহনাজ, পপি, পূর্ণিমা, আমিন খান, অমিত হাসান, শাকিল খান, রিয়াজ ফেরদৌস, রেসি, আলেকজান্ডার বো, মুনমুন, মিশা সওদাগর, ডিপজল ও হুমায়ুন ফরিদী–এইভাবে সারা বছর আমাদের সিনেমা চলত।’


এ নায়ক আরও লেখেন, ‘এক ঈদের স্টার, মেগাস্টার, সুপারস্টার ভাব নিয়েন না। সারা বছর দেখান, চলচ্চিত্র সারা বছরের, ২ ঈদের জন্য চলচ্চিত্র নয়, আসেন খেলি।’


১৯৯২ সালে ঢাকাই সিনেমায় অভিষেক হয়েছিল ওমর সানীর। নূর হোসেন বলাইয়ের ‘এই নিয়ে সংসার’ সিনেমার মাধ্যমে ডেবিই করেন তিনি। ১৯৯৪ সালে দিলীপ বিশ্বাসের ‘দোলা’ সিনেমার মাধ্যমে প্রথমবার মৌসুমীর বিপরীতে অভিনয় করেন ওমর সানী। নায়কের ভূমিকার পাশাপাশি খলনায়ক হিসেবেও দেখা গেছে তাকে।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com