এবার দিদির নাম উহ্য রেখে কঠোর হুঁশিয়ারি দিলেন পরীমণি
প্রকাশ : ০২ জুন ২০২৩, ০১:৪৯
এবার দিদির নাম উহ্য রেখে কঠোর হুঁশিয়ারি দিলেন পরীমণি
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

স্বামী শরিফুল রাজের ফেসবুক থেকে তিন অভিনেত্রীর ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ফাঁসের ঘটনায় দুদিন ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমণি।


এরই মধ্যে বৃহস্পতিবার বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে রহস্যময় এক স্ট্যাটাস দিয়েছেন এই চিত্রনায়িকা। সেই স্ট্যাটাসে কারো নাম উল্লেখ না করে পরীমণি লেখেন, ‘দিদি মিড লাইফ ক্রাইসিস ঠিকঠাক ডিল না করাটাও কিন্তু বিশাল মানসিক সমস্যা। একবার ৬ তলা বাড়ির মালিক বানিয়ে দিয়েছিলেন আমাকে। বাড়িটি এখনও খুঁজে পাওয়া যায়নি। এখন আবার আমার ঘরের মধ্যে ঢুকে পড়তে যাবেন না দিদি।’


ক্ষোভ প্রকাশ করে পরীমণি আরও লেখে, ‘এবার কিন্তু আমি আর ছেড়ে কথা বলবো না আপনাকে। আর কোনো করুনা হবে না আপনার মিড লাইফ ক্রাইসিস নিয়ে।’


এমন স্ট্যাটাস দেখে অনেকেই ভাবছেন, কার উদ্দেশে এমনটি লিখলেন নায়িকা? পরীমণি কারো নাম না বললেও দেশের কয়েকটি সংবাদমাধ্যম তাদের খবরে সিনিয়র একজন নায়িকার কথা উল্লেখ করেছেন। এর আগেই সিনিয়র সেই নায়িকা পরীমণির বাড়ি-গাড়ি নিয়ে প্রশ্ন তুলেছিলেন।


একটু পেছনে যাওয়া যাক। ২০২১ সালের জুন মাস। পরীমণির জীবনযাপন, সম্পদ নিয়ে চর্চা তখন তুঙ্গে। সিনেমায় সাফল্য না পেয়েও কীভাবে বিলাসবহুল ফ্ল্যাটে থাকেন, দামি গাড়িতে চড়েন, এসব প্রশ্ন সবার মুখে। ওই সময় এক রেডিও অনুষ্ঠানে হাজির হয়ে আগুনে ঘি ঢালেন অভিনেত্রী অরুণা বিশ্বাস। তিনিও প্রশ্ন তোলেন, ‘একটা শিল্পী কত টাকা ইনকাম করলে পাঁচ কোটি টাকার গাড়ি চালাতে পারে, চার কোটি টাকার বাড়ি কিনতে পারে?’


যদিও পরীর নাম উল্লেখ করেননি অরুণা, কিন্তু ইস্যু ধরে বুঝে নিতে কারোর কষ্ট হয়নি। আর তাই পরীমণিও নিজের সম্পদের খতিয়ান তুলে ধরেন সোশ্যাল মিডিয়ায়। জানান, তিনি ব্যাংক লোনে একটি গাড়ি কিনেছেন। আর বাড়ির মালিক নয়, তিনি ভাড়া ফ্ল্যাটে বসবাস করেন। 


ঠিক দুই বছর পর আজ জুন মাস শুরু হলো। আর এই দিনেই ফের মাথাচাড়া দিয়ে উঠলো পরী-অরুণার ‘পরোক্ষ’ লড়াই! একে-অন্যকে ইঙ্গিত করে ঝাঁজালো মন্তব্য করেছেন। তবে এবারও সচেতনভাবে নাম উচ্চারণ করেননি কেউই।


উল্লেখ্য, বুধবার (৩১ মে) একটি সিনেমা হলে গিয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে, অরুণা বিশ্বাস বলেন, ‘আমাদের দেশের কিছু শিল্পী ওভাররেটেড। তাদের ছবি কিন্তু হলে চলে না। দর্শক দেখতে আসে না। কিন্তু ফেসবুকে তাদের মিলিয়ন মিলিয়ন ভিউজ। সুতরাং যাদের ওভাররেটেড করবেন, তাদের তো মানসিক সমস্যা হওয়ারই কথা।’


এছাড়া তিনি শিল্পীদের সংযত থাকার পরামর্শ দিয়ে প্রাতিষ্ঠানিক ও পারিবারিক শিক্ষার গুরুত্ব তুলে ধরেছেন। চেষ্টা করলেই সংযত থাকা সম্ভব বলে মনে করেন এই অভিনেত্রী।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com