‌এবার বাংলাদেশে আসছে সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কা জান’
প্রকাশ : ০১ জুন ২০২৩, ১৬:৪৩
‌এবার বাংলাদেশে আসছে সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কা জান’
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

দীর্ঘ ৮ বছর পর বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে সালমান খানের সিনেমা। আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স এন ইউ আহম্মদ ট্রেডার্স সিনেমাটি আমদানি করার অনুমতি চেয়ে তথ্য মন্ত্রণালয়ে এ একটি আবেদনপত্র জমা দিয়েছিল। ৩১ মে, বুধবার সিনেমাটি বাংলাদেশে আসার অনুমতি দিয়েছে তথ্য মন্ত্রণালয়।


মুক্তির পর প্রথম দিনেই আয়ের রেকর্ড গড়ে ‘কিসি কা ভাই কিসি কা জান।’ সমালোচকদের কাছ থেকেও ভালো প্রতিক্রিয়া পেয়েছে ছবিটি। ছবির মুক্তির দিন অর্থাৎ শুক্রবারকে বাদ দিলে ছবিটি বক্স অফিসে ভালো ব্যবসা করেছে। সব মিলিয়ে বিশ্বব্যাপী ছবির আয়ের পরিমাণ এখন ১০৫০ কোটি রুপি'।


আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স এন ইউ আহম্মদ ট্রেডার্স বিষয়টি জানিয়ে বলেছে, ‘কিসি কা ভাই কিসি কা জান’ সিনেমা আমদানীর পরিবর্তে বাংলাদেশ থেকে নিরব অভিনীত ‘কসাই’ সিনেমা ভারতে যাবে। এ সিনেমাটি নির্মাণ করেছেন অনন্য মামুন।


দেশের প্রেক্ষাগৃহে সার্কভূক্ত দেশগুলোর নানা ভাষার সিনেমা মুক্তির অনুমতি দিয়েছে সরকার। সে অনুমতির আওতায় শাহরুখ খানের 'পাঠান' দিয়ে দীর্ঘদিন পর বাংলাদেশে মুক্তি পেয়েছে হিন্দি সিনেমা। এরি ধারাবাহিকতায় এবার বাংলাদেশের দর্শকরা দেখতে চলছেন 'কিসিকা ভাই কিসিকি জান'।


এর আগে ২০০৯ সালে ঢাকায় মুক্তি পেয়েছিল সালমান খান অভিনীত ‘ওয়ান্টেড’ সিনেমাটি। সে সময় চলচ্চিত্র সংশ্লিষ্টদের আন্দোলনের মুখে হল থেকে সিনেমাটি নামিয়ে দেয়া হয়েছিল।


ফরহাদ সামজি পরিচালিত ‘কিসি কি ভাই কিসি কা জান’ সিনেমায় বলিউডের সুপারস্টার সালমান খানের বিপরীতে অভিনয় করেছেন পূজা হেগড়ে। এছাড়াও রয়েছেন ভেঙ্কটেশ ডাগ্গুবাতি, জগপতি বাবু, রাঘব জুয়াল, সিদ্ধার্থ নিগম, শেহনাজ গিল, ভূমিকা চাওলা, বিজেন্দ্র সিং। রামচরণকেও একটি বিশেষ ক্যামিও ভূমিকায় দেখা যাবে।


বিবার্তা/আরমান/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com