
ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে অন্যসব তারকাদের আপত্তিকর এসব ছবি-ভিডিও ফাঁসের ঘটনায় শরিফুল রাজ জানিয়েছেন, যারা ছবি ও ভিডিও ফাঁস করেছে তাদের উদ্দেশ্য ছিল আমাদের হেনস্তা করা। হয়তো তারা সফলও হয়েছে।
বুধবার (৩১ মে) দুপুর সাড়ে ৩টার দিকে ফেসবুক ব্যক্তিগত অ্যাকাউন্টে দীর্ঘ এক স্ট্যাটাসে এ কথা বলেন শরিফুল রাজ। স্ট্যাটাসে তিনি একপর্যায়ে লেখেন, ‘আমার ফেসবুক প্রোফাইলের পাসওয়ার্ড/অ্যাকসেস এমন কারো কাছে আছে অথবা হ্যাক করে কেউ আমার দীর্ঘকালের বন্ধু ও সহকর্মীদের সঙ্গের নিতান্ত বন্ধুত্বের আড্ডার ঘটনা লিক করে দেয়। যে বা যারা এই কাজ করেছে, তাদের উদ্দেশ্য ছিল আমাদের হেনস্তা করা। হয়তো তারা সফলও হয়েছে।’
সোশ্যালে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে অভিনেত্রী তিশা, নাজিফা তুষি এবং সুনেরাহকে দেখা যায়। এর মধ্যে মদ্যপ অবস্থায় দেখা যায় তিশাকে। আর সুনেরাহকে অসংলগ্ন ও অশ্লীল ভাষায় কথা বলতে শোনা গেছে। এছাড়া অন্য একটি ভিডিওতে দেখা যায় নাজিফা তুষির দিকে জ্বলন্ত সিগারেট হাতে তাকিয়ে আছেন শরিফুল রাজ।
আপত্তিকর এসব ভিডিও মাঝরাতে ছড়িয়ে পড়ায় এ তিন অভিনেত্রীর কাছে দুঃখ প্রকাশও করেন শরিফুল রাজ। এ ব্যাপারে স্ট্যাটাসে লেখেন, ‘আমি আমার তিন বন্ধু ও সহকর্মীর কাছে শর্তহীন দুঃখ প্রকাশ করছি; যারা আমার খুব ভাল বন্ধু দীর্ঘদিনের। সেই বন্ধুত্বের কোনো লিঙ্গ নেই। আমার কারণে তাদের হেনস্তার শিকার হতে হলো বলে। আমার সব শুভাকাঙ্ক্ষী, সমর্থক ও সমালোচকদের কাছেও আমি দুঃখ প্রকাশ করছি, বন্ধুদের আড্ডার ঘটনা নোংরা উদ্দেশ্যে স্প্রেড করে মিসলিড করা হয়েছে বলে।’
সবশেষ তিনি লেখেন, ‘সবশেষ তিনি লেখেন, ‘বহুবার হোঁচট খেয়েই তো হাঁটতে শিখেছি। আবারও হোঁচট খেলাম। আপনাদের দোয়া ও ভালোবাসা সঙ্গে থাকলে নিশ্চয় আরও পরিণত হবো, শিখবো অতীতের ভুল থেকে। আমাকে আপনাদের দোয়া ও ভালোবাসায় রাখবেন। কারণ আপনাদের সমর্থন ছাড়া একজন শরিফুল রাজ কিছুই নয়। জগতের সব প্রাণী সুখী হোক। সবাইকে ভালোবাসা ও শুভকামনা।’
প্রসঙ্গত, চিত্রনায়ক শরিফুল রাজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে সোমবার (২৯ মে) দিবাগত রাত দেড়টার দিকে আপত্তিকর কিছু ছবি ও ভিডিও প্রকাশ পায়। ছবি-ভিডিওতে অভিনেত্রী তানজিন তিশা, চিত্রনায়িকা নাজিফা তুষি এবং সুনেরাহ বিনতে কামালকে বিভিন্ন অঙ্গভঙ্গিতে দেখা যায়। যা নিয়ে দেশজুড়ে মুহূর্তেই শুরু হয় নানা সমালোচনা ও বিতর্ক।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]