
মুক্তি পাওয়ার আগে থেকে শুরু করে মুক্তি পাওয়া পুরো সময়টাতেই তর্ক-বিতর্ক ও আলোচনা-সমালোচনার শেষ নেই যে সিনেমা নিয়ে-‘দ্য কেরালা স্টোরি’।
সুদীপ্ত সেন পরিচালিত এই সিনেমা বিনোদনের গণ্ডি পেরিয়ে পা রেখেছে রাজনীতির আঙিনায়। এই সিনেমার সমালোচনা করেছে তামিলনাড়ু, কেরল, পশ্চিমবঙ্গের মতো রাজ্যগুলি। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে নিষিদ্ধ ঘোষণা করেন এই সিনেমাটিকে।
যদিও শীর্ষ আদালত এই সিনেমাকে ছাড়পত্র দিয়েছে, তবু এখনও পশ্চিমবঙ্গে হলগুলিতে চলছে না ‘দ্য কেরালা স্টোরি’।
অন্য দিকে, বিজেপি শাসিত রাজ্যগুলিতে রমরমিয়ে চলছে এই সিনেমা। হরিয়ানা, মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশের মতো রাজ্যে করমুক্ত করা হয়েছে এই সিনেমাটিকে। বিতর্ককে সঙ্গী করেই সাফল্যের দিকে এগিয়ে চলেছে এই সিনেমা, ছুঁতে চলেছে ২০০ কোটি।
সোমবারে পাওয়া রিপোর্ট অনুযায়ী সিনেমাটি ২০০ কোটির গণ্ডি প্রায় ছুঁয়েই ফেলেছে। মুক্তির পর ১৭তম দিনে এই সিনেমার আয় ১৯৮.৯৭ কোটি টাকা।
গত তিন দিনে এই সিনেমার বক্স অফিসে আয়ের যে রিপোর্ট প্রকাশ্যে এসেছে, সেই অনুযায়ী শুক্রবার ৬.৬০ কোটি টাকা, শনিবার ৯.১৫ কোটি, রবিবার প্রায় ১১.৫০ কোটির আয় করে এই সিনেমা। সব মিলিয়ে সোমবারই মোট ২০০ কোটি ছুঁয়ে ফেলবে এই সিনেমা।
এ বছর হিন্দি সিনেমার বাণিজ্যিক সাফল্যের নিরিখে সবোর্চ্চ আয় করে ‘পাঠান’। এত দিন দ্বিতীয় স্থানে ছিল সলমন খানের সিনেমা ‘কিসি কা ভাই কিসি কি জান’। সেই সিনেমাকে হারিয়ে দ্বিতীয় স্থানটি দখল করল অদা শর্মা অভিনীত ‘দ্য কেরালা স্টোরি’। এখন প্রশ্ন পাঠানকে টপকে যাবে 'দ্য কেরালা স্টোরি'?
সূত্র : জি নিউজ
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]