
আনুশকাকে কর দিতেই হবে, ফাঁকি দেয়া যাবে না। ২৯ মার্চ, বুধবার মুম্বাই হাইকোর্টে এমনটাই জানিয়েছে সেলস ট্যাক্স বিভাগ। ট্যাক্স বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, যেহেতু তার পারফরম্যান্সে কপিরাইট রয়েছে, সেহেতু এটা তার আয়ের মধ্যে পড়ে। তাই আনুশকাকে কর দিতে হবে।
প্রসঙ্গত, হিসাবের বাইরে গিয়ে অতিরিক্ত কর চাপানো হয়েছে! সেলস ট্যাক্সের ডেপুটি কমিশনারের দেওয়া অর্ডারকে চ্যালেঞ্জ করে মুম্বাই হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা।
আনুশকার অভিযোগ, অভিনেত্রী হিসেবে নয়, তার ওপর কর চাপানো হয়েছে প্রোডাক্ট এনডোর্সমেন্ট, অ্যাওয়ার্ড সেরেমনি উপস্থাপনা এবং অন্যান্য প্রচারমূলক কাজের জন্য। হাইকোর্টে জমা দেওয়া পিটিশনে আনুশকা জানিয়েছেন, তিনি তার পারফরমার রাইটস অন্য কাউকে দিয়ে রেখেছেন।
সেলস ট্যাক্সের রিপোর্টকে চ্যালেঞ্জ ছুড়ে আনুশকা জানিয়েছেন, ২০১২-১৩ সালে তার কাছে ১.০২ কোটি টাকা কর চাওয়া হয়েছে, পরের বছরই তা বেড়ে দাঁড়ায় ১.৬ কোটি। এই অভিযোগ নিয়েই আদালতের দ্বারস্থ হয়েছেন বিরাটপত্নী।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]