হিন্দি সিনেমা এলে সংস্কৃতি ছেড়ে হিন্দি শিখবে শিশুরা : জায়েদ খান
প্রকাশ : ১০ মার্চ ২০২৩, ১৪:৫১
হিন্দি সিনেমা এলে সংস্কৃতি ছেড়ে হিন্দি শিখবে শিশুরা : জায়েদ খান
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশের হলে ভারতের পাঠান ছবি মুক্তি নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। তবে দেশের সিনেমা হলে হিন্দি সিনেমা মুক্তির ঘোর বিরোধিতা করছেন চিত্রনায়ক জায়েদ খান।
কারণ হিসাবে তিনি বলেন, ‘গত ১৬ দিন মুম্বাই গিয়েছিলাম কাজে। সেখানে এ কদিন থেকেই হিন্দি ভাষা শিখে গেছি। আমাদের হলগুলোতে হিন্দি ছবি চললে শিশুরা হিন্দি ভাষা শিখবে। বাংলা সংস্কৃতি চর্চা ভুলতে শুরু করবে। যে ভাষার জন্য রক্ত দেওয়া হলো, যুদ্ধ করা হয় সেই ভাষা হারিয়ে যাবে। হিন্দি ছবি আনার চেয়ে আমাদের তৈরি করেন।’


শত কোটি ব্যয়ে নির্মিত হিন্দি সিনেমা বাংলাদেশে এলে এদেশের সিনেমা ধ্বংস হয়ে যাবে বলেও মনে করেন জায়েদ খান। তিনি বলেন, ‘আমাদের দেশে হল নামে যেসব গোটাউন আছে সেগুলো ঠিক করে ভালো পরিবেশ দেন, দেখবেন দর্শক বাংলা ছবি দেখতে আসবে। এক পাঠান নিয়ে লাফিয়ে লাভ নেই। সব ছবি হিট হয় না। শেহজাদা, সেলফি সবগুলো ফ্লপ গেছে।’


নয় বছর আগে হিন্দি সিনেমা আমদানি বন্ধে জায়েদ খান কাফনের কাপড় পড়ে রাস্তায় নেমেছিলেন।


সম্প্রতি চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৯টি সংগঠন দেশের সিনেমা হলে হিন্দি সিনেমা মুক্তির ব্যাপারে একমত হলেও এখনও তথ্য মন্ত্রণালয় থেকে অনুমতি মেলেনি।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com