
‘সুড়ঙ্গ’ সিনেমার মাধ্যমে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে। । রবিবার ৫ মার্চ সিলেটে রায়হান রাফি পরিচালিত ছবিটির শুটিং শুরু হয়েছে ।
সিলেট শহর থেকে প্রায় ৫ ঘণ্টার দূরত্বে একটি লোকেশনে সিনেমাটির ক্যামেরা ওপেন হয় সকাল ৯টায়। নিশোকে দিয়েই শুরু হয় প্রথম শট। এ সিনেমার মধ্য দিয়ে প্রথমবার নিশোর সঙ্গে জুটি বেঁধেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী তমা মির্জা।
এর আগে নির্মাতা রায়হান রাফি জানিয়েছিলেন, সিলেটে টানা ৩৫ দিন শুটিং হবে। এরপর ঢাকার বিভিন্ন লোকেশনে এবং সবশেষ মালয়েশিয়াতে গানের দৃশ্যায়ন হবে। এটি প্রযোজনা করছে চরকি ও আলফা আই। আসছে ঈদে সিনেমাটি মুক্তি পেতে পারে।
বিবার্তা/জবা/এমএ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]