
অভিনেত্রী তুনিশা শর্মার মুত্যুর ঘটনায় জামিন পেয়েছেন অভিনেতা শীজান খান। টেলি অভিনেত্রী তুনিশা শর্মার আত্মহত্যার প্ররোচণায় অভিযুক্ত মামলায় গত বছর ২৫ ডিসেম্বর গ্রেফতার করা হয় প্রেমিক শীজান খানকে। সেই মামলায় ৪ মার্চ শনিবার শীজানের জামিন মঞ্জুর হয়।
এক মাস আগেও মুম্বইয়ের হাই কোর্ট শীজানের জামিনের আবেদন খারিজ করে দিয়েছিল। তিন মাসের মাথায় তাঁর জামিনের আর্জি মঞ্জুর করল মহারাস্ট্রের আদালত। ১ লক্ষ টাকার চুক্তিতে জামিন মিলেছে অভিনেতার। গত বছর ডিসেম্বরে তুনিশাকে আত্মহত্যায় প্ররোচণা দেওয়ার অভিযোগে গ্রেফতার হন প্রেমিক তথা সহ-অভিনেতা শীজান।
উল্লেখ্য, গত বছর ২৪ ডিসেম্বর মৃত্যু হয় ‘আলি বাবা’ ধারাবাহিক-খ্যাত অভিনেত্রী তুনিশার। মেয়েকে আত্মহত্যায় প্ররোচণা দিয়েছেন শীজান, তুনিশার মায়ের এই অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের পরে ২৫ ডিসেম্বর গ্রেফতার করা হয় অভিনেতাকে। বাজেয়াপ্ত করা হয় তাঁর মোবাইল ফোনও। জিজ্ঞাসাবাদের অসঙ্গতিপূর্ণ উত্তর দেওয়ায় শীজানের উপর সন্দেহ বাড়ত তদন্তকারী কর্মকর্তাদের। তুনিশার সঙ্গে সম্পর্ক এবং সেটা ভেঙে যাওয়া নিয়েও একেক সময় একেক রকম বক্তব্য দেন শীজান। ২৫ ডিসেম্বর থেকে পুলিশি হেফাজতেই ছিলেন শীজান।
বিবার্তা/জবা/এমএ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]