
বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। যার জনপ্রিয়তার ব্যাপ্তি কাঁটাতারের বেড়া ছাড়িয়ে পৌঁছে গেছে ওপার বাংলায়ও। দুই বাংলাতেই সমানতালে কাজ চালিয়ে যাচ্ছেন তিনি। এবার দেশীয় একটি পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তিনি। তার এ নতুন পথচলা বসুন্ধরা টিস্যুর সঙ্গে। বসুন্ধরা টিস্যুর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন চঞ্চল চৌধুরী।
২ মার্চ, বৃহস্পতিবার দুপুরে বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত একটি রেস্টুরেন্টে প্রতিষ্ঠানটির সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হন এই অভিনেতা। চঞ্চল চৌধুরী জানালেন, অশুদ্ধতাকে ছাড় না দেওয়ার অব্যাহত অভিযানে আগামী এক বছরের জন্য তিনি ব্র্যান্ডটির বেশ কিছু কাজে সরাসরি অংশগ্রহণ করবেন। এছাড়া পণ্যের গুণগত মান এবং তাদের কর্মপরিকল্পনাও ভালো তাই যুক্ত হওয়া। নতুন এই যাত্রায় বেশ আশাবাদী তিনি।
উল্লেখ্য, বর্তমানে কলকাতার সিনেমা ‘পদাতিক’-এর শুটিং নিয়ে ভীষণ ব্যস্ত সময় কাটছে চঞ্চল চৌধুরীর। সৃজিত মুখার্জির পরিচালনায় এতে তিনি ভারতের কিংবদন্তি নির্মাতা মৃণাল সেনের চরিত্রে অভিনয় করছেন। ছবিতে তার বিপরীতে গীতা সেনের ভূমিকায় অভিনয় করছেন কলকাতার অভিনেত্রী মনামী ঘোষ।
বিবার্তা/এমএ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]