
বগুড়া-৪ এবং বগুড়া-৬সংসদীয় আসনের উপ-নির্বাচন আগামী ১ ফেব্রুয়ারি। এই নির্বাচনকে কেন্দ্র করে প্রতিদিন নিরবিচ্ছন্নভাবে প্রচার প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা।
প্রার্থীদের মধ্যে একজন হলেন আশরাফুল আলম। তিনি একসাথে দুইটি আসনেই প্রার্থী। স্যোশাল মিডিয়ার বদৈলতে হিরো আলম নামে সারাদেশে পরিচিত আশরাফুল। একাধারে তিনি সিনেমার নায়ক, গায়ক, লেখক, কবি।
নির্বাচনের প্রচারণা চানানোর জন্য তিনি অভিনব পন্থায় এগোচ্ছেন। কখন নিজে রিক্সা চালাচ্ছেন, কখনও আবার নিজেই তৈরি করছেন চা এবং খাওয়াচ্ছেন চা দোকানীকেই। এছাড়া তিনি নিয়মিত স্যোশাল মিডিয়াতে তার নির্বাচনী প্রচারণা চলেছেন।
আজ শনিবার বগুড়ার কাহালুতে তিনি নির্বাচনী প্রচারণা করেন। এসময় তিনি বলেন, আপনারা সবাই জানে আমি গরীব ঘরের সন্তান। গরীবের দু:খ গরীব বেশি বোঝে। আপনাদের সুখ-দু:খতে থাকতে চাই। ভোটে পাশ করলে আমি হয়তো সাত মাসে ৭টি কাজ করতে পারবো না। তবে একটি কাজ করে যাবো।
এদিকে হিরো আলমের প্রচার প্রচারণায় মিডিয়ার যে ব্যাপক উপস্থিতি, তা অন্য প্রার্থীদের প্রচারণায় লক্ষ্য করা যায়নি।
বিবার্তা/রাহেনুর/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]