
এবার একসঙ্গে কাজ করার কথা জানালেন শেহনাজ গিল ও এম সি স্কোয়ার। তারা একসঙ্গে জুটি বেঁধে একটি মিউজিক ভিডিওতে কাজ করেছেন। তাদেরকে একসঙ্গে, ‘ঘনি সয়ানি’ শিরোনামের একটি গানের মিউজিক ভিডিওতে দেখা যাবে।
বেশ কিছুদিন ধরেই এই গান নিয়ে অনেক জল্পনা-কল্পনা চলছিল। গায়ক ও অভিনেত্রী, দুজনেই নিজেদের সোশ্যাল মিডিয়ায় এই গানের প্রথম পোস্টার শেয়ার করেছেন। পোস্টারে দেখা গেছে তারা দুজনে মরুভূমিতে অবস্থান করছেন। কবে মুক্তি পাচ্ছে গান তাও জানিয়েছেন পোস্টেই।
গানের প্রথম পোস্টার শেয়ার করে ক্যাপশনে অভিনেত্রী শেহনাজ গিল লেখেন, এই হলো আমাদের আগামী গান ‘ঘনি সয়ানি’র প্রথম পোস্টার, সঙ্গে এম সি স্কোয়ার। দিনটি মনে রাখুন, ৫ ডিসেম্বর, ২০২২।
শেহনাজ গিল আশা করছেন তার ভক্তরা গানটি দেখে বেশ আনন্দ পাবেন। সেই সঙ্গে তাকে ভক্তরা নতুন রূপে দেখেতে পাবেন।
বিবার্তা/এমএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]