
বইয়ে হাতে করা স্বাক্ষরের পরিবর্তে মেশিনে স্বাক্ষর দেওয়ার কারণে ক্ষমা চাইলেন কিংবদন্তি মার্কিন গায়ক বব ডিলান। পাঁচ দশকেরও বেশি সময় ধরে জনপ্রিয় ধারার মার্কিন সংগীতের অন্যতম এ তারকা তার ভুলের জন্য অনুতপ্ত হয়েছেন।
বিবৃতিতে ডিলান জানান, ২০১৯ সাল থেকে তিনি স্বাক্ষরের ব্যাপারে অটোপেন ব্যবহার করছেন। কারণ তিনি তখন থেকে ভার্টিগো রোগে ভুগছেন। দ্য ফিলোসফি অব মর্ডান সং বইয়ে ডিলানের সইয়ের পার্থক্যের বিষয়টি চোখে আসে।
ডিলান বিবৃতিতে বলেছেন, ‘বছরের পর বছর আমি বইতে হাতেই সই করে আসছি। তবে তাতে কোনো সমস্যা ছিল না। ২০১৯ সাল থেকে ভার্টিগো ও মহামারির কারণে পরিস্থিতি খারাপ হয়। মহামারীর সময় সই করা অসম্ভব হয়ে পড়ে। ভার্টিগোও বেশ ভুগিয়েছে। তাই নির্দিষ্ট সময়ে বই সই করার জন্য অটো পেন ব্যবহারের পরামর্শ দেওয়া হয়। একই সঙ্গে আমাকে এই নিশ্চয়তা দেওয়া হয় যে শিল্প-সাহিত্যে এমনটা প্রায়ই ঘটে থাকে।’
উল্লেখ্য, বব ডিলান ২০১৬ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
বিবার্তা/এমএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]