
৯০ দশকের জনপ্রিয় অভিনেত্রী মৌসুমীকে নিয়ে ওমর সানি-জায়েদের লড়াই, এরপর পাল্টাপাল্টি বক্তব্য, সংসার ভাঙনের গুঞ্জন, সেই গুঞ্জন উড়িয়ে দেয়া- সব মিলিয়ে আলোচনা তার পিছু ছাড়ছে না। এর মধ্যেই দীর্ঘদিন পর কাজে ফিরলেন ‘প্রিয়দর্শিনী’খ্যাত এই নায়িকা।
‘সোনার চর’ সিনেমার ডাবিং দিয়ে দীর্ঘদিনের বিরতি টেনে কাজে ফিরেন তিনি। জাহিদ হোসেনের পরিচালনায় এই সিনেমায় প্রথমবার একসঙ্গে অভিনয় করেছেন সানী-মৌসুমী ও জায়েদ খান।
কাজে ফেরার প্রসঙ্গে মৌসুমী বলেন, অনেকদিন পর কাজে ফিরতে পেরে ভালো লাগছে। ‘সোনার চর’ একটি জীবন ঘনিষ্ঠ সিনেমা। দর্শকদের মনকে ছুঁয়ে যাওয়ার মতো গল্প। আশা করি, সিনেমাটি মুক্তি পেলে সবার ভাল লাগবে।
‘সোনার চর’ সিনেমার কাহিনী ১৯৭৫ সালের পরবর্তী সময়ের। এখানে প্রধান চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী, আর তার স্বামীর চরিত্রে ওমর সানী, তিনি লাঠিয়ালের ভূমিকায় অভিনয় করেছেন। জায়েদ খান মুক্তিযোদ্ধা, যিনি আবার ফেরারি আসামি।
২০২১ সালের সেপ্টেম্বরে শুরু হয় সিনেমাটির শুটিং। জায়েদ খান ও নবাগত স্নিগ্ধার চারটি গান বাদে সিনেমার পুরো কাজ শেষ। খুব শিগগিরই বাকি থাকা গানগুলোর শুটিং শুরু হবে। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের শুরুর দিকে সিনেমাটি মুক্তি পাবে বলে জানিয়েছেন এর প্রযোজক।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]