
ভারতে চলতি বছরে অন্যতম সাড়া জাগানো দক্ষিণী সিনেমা ‘আরআরআর’। সিনেমাটি প্রায় ১১৫০ কোটি রুপি আয় করেছে।
২৫ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পায় নির্মাতা বাহুবলীর নির্মাতা এস এস রাজমৌলির এই সিনেমাটি। আর মুক্তির প্রথম দিনে ভারতীয় সিনেমার ইতিহাসে আয়ের দিক থেকে সর্বকালের রেকর্ড গড়ে আরআরআর। একদিনে ২৫৭ কোটি রুপির ব্যবসা করে সিনেমাটি।
যারা প্রেক্ষাগৃহে বসে ছবিটি উপভোগ করতে পারেন নি তাদের জন্য সুখবর নিয়ে এসছে জি-ফাইভ। এবার ছবিটি ঘরে বসে দেখার সুযোগ পেতে যাচ্ছে দর্শক। ওটিটি প্লাটফর্ম জি-ফাইভ নিশ্চিত করেছে, আগামি ২০ মে থেকে ‘ট্রিপল আর’ স্ট্রিমিং হতে যাচ্ছে তাদের প্লাটফর্মে।
কমারাস ভীমা ও আলুরি সীতারামা রাজু নামের দুই বীর যোদ্ধাকে নিয়ে ‘ট্রিপল আর’ সিনেমার গল্প। এতে কেন্দ্রীয় চরিত্রে আছেন জুনিয়র এনটিআর ও রাম চরণ। এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- আলিয়া ভাট, অজয় দেবগন, রে স্টেভেনসন, অলিভিয়া মরিস প্রমুখ। ৪৫০ কোটি রুপি বাজেটের এই সিনেমা প্রযোজনা করছে ডিভিভি নায়া।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]