
ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে প্রথম আরবি ভাষার চলচ্চিত্র ‘আশাব ওয়াল আয’। সদ্য মুক্তিপ্রাপ্ত এই সিনেমা ঘিরে আরব বিশ্বে শুরু হয়েছে নিন্দার ঝড়।
চলতি মাসের ২০ তারিখে মুক্তি পাওয়া বিখ্যাত ইতালিয়ান চলচ্চিত্র ‘পারফেক্ট স্ট্রেন্জার’ এর রিমেক এই সিনেমা শুরু থেকে নানা সমালোচনার মুখোমুখি হচ্ছে। এবার আরবি ভাষার এই সিনেমা নিয়ে মুখ খুললেন বিখ্যাত সৌদি অভিনেতা নাসের আল গাসাবি।
গালফ নিউজ বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। নাসের আল গাসাবি অভিযোগ তুলেছেন, এই সিনেমা আবরের ঐহিত্যে নিষিদ্ধ বিষয় সমকামিতা প্রচার করেছে।
আল গাসাবি বলেছেন যে, আরব চলচ্চিত্রটি সমকামিতাকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করেছে। চলচ্চিত্রটির নির্মাতাদের বিরুদ্ধে রগরগে বিষয় টেনে এনে ব্যবসাসফল হওয়ার চেষ্টা করার অভিযোগ করেছেন তিনি।
এদিকে, মিশরীয় আইনপ্রণেতা মোস্তফা বাকরি এই সিনেমার নির্মাতাদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন।
সিনেমাটিতে বিখ্যাত মিশরীয় অভিনেত্রী মোনা জাকি, জর্ডানের অভিনেতা ইয়াদ নাসার এবং বেশ কয়েকজন লেবানিজ অভিনেতা রয়েছেন।
সিনেমার একটি দৃশ্যে মিশরের বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী মোনা জাকির অন্তর্বাস খোলা নিয়ে বিশেষভাবে নিন্দা করা হয়েছে। আরব সিনেমার মান অনুযায়ী এই ধরনের দৃশ্য ভীষণ নির্লজ্জ কাজ বলে গালফ নিউজ জানিয়েছে।
এদিকে, মিশরের এক আইনজীবী পারিবারিক মূল্যবোধকে ক্ষুণ্ন করার চেষ্টা এবং সমাজের ঐতিহ্য লঙ্ঘনের অভিযোগে ইতোমধ্যে সিনেমাটির বিরুদ্ধে মামলা করেছেন।
বিবার্তা/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]