
দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুনের আলোচিত সিনেমা ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার একটি গানে নেচেছেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার ডেভিড ওয়ার্নার।
শনিবার (৯২২ জানুয়ারি) ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, নিজের ভেরিফাইড ইনস্টাগ্রামে পুষ্পার ‘শ্রিভালি’ গানের তালে নাচের ওই ভিডিও নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেন ওয়ার্নার।
নিজের ভঙ্গিতে ক্রিকেটারকে নাচতে দেখে প্রতিক্রিয়া জানাতে ভোলেননি আল্লু অর্জুন। ওয়ার্নারের পোস্টের কমেন্ট বক্সে ফায়ার ও হাসির ইমোজি দিয়েছেন এই দক্ষিণী তারকা।
ইনস্টাগ্রামের ওই ভিডিওতে ওয়ার্নারকে হাওয়াই শার্ট ও সানগ্লাস পরে পুষ্পার গানের তালে নাচতে দেখা যায়। এমনকি তিনি গানের সেই অংশটিও অনুকরণ করেন যেখানে আল্লু অর্জুনের পা থেকে স্যান্ডেল খুলে যায় এবং তারপর আল্লু অর্জুন আবার নাচ শুরু করেন। ভিডিও ক্যাপশনে ডেভিড ওয়ার্নার লিখেছেন, পুষ্পা, এরপর কী?
এদিকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ওই ভিডিও ভাইরাল হয়েছে। পোস্ট করার মাত্র পাঁচ ঘণ্টার মধ্যেই ১০ লাখের বেশি মানুষ ভিডিওটি লাইক করেছেন।
বিবার্তা/আবদাল
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]