এবার কুয়েট ভিসির পদত্যাগের দাবিতে চবি বাগছাসের অনশন
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৫, ২২:৪৯
এবার কুয়েট ভিসির পদত্যাগের দাবিতে চবি বাগছাসের অনশন
চবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

এবার খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভিসির পদত্যাগের দাবিতে অনশন কর্মসূচি পালন করছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৭ সদস্য।


বুধবার (২৩ এপ্রিল) বিকেল ৫ টা থেকে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে অনশনে বসেন তারা।


খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানিয়ে অনশনকারী শিক্ষার্থীরা হলেন, লোক প্রশাসন বিভাগের আশরাফ চৌধুরী, ইংরেজি বিভাগের নওশিন তাবাসসুম যূথী, ব্যাংকিং এন্ড ইন্সুরেন্স বিভাগের মোহাম্মদ ইসমাইল, আরবি বিভাগের ফুয়াদ হোসেন ও তানভীর হোসেন অন্তু, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের মেহেদী হাসান, ইতিহাস বিভাগের উৎস মাহমুদ।


অনশনকারী নওশীন তাবাসসুম যূথী বলেন, গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষ থেকে আমরা সাতজন আজকে অনশনে বসেছি। আমরা সবাই জানি কিভাবে কুয়েটে শিক্ষার্থীদের হেনস্তা করা হয়েছে। তাদের অনেকের খুবই শোচনীয় অবস্থা।তাই আমাদের প্রত্যেকের একটাই দাবি ভিসি মাসুদের পদত্যাগ।


অনশনরত বাগছাস কর্মী মেহেদী হাসান বলেন, কুয়েটের ভিসি মাসুদ যতোক্ষণ পর্যন্ত পদত্যাগ না করছে ততোক্ষণ পর্যন্ত আমাদের আমরণ অনশন চলবে। আমাদের শিক্ষার্থীদের উপর অবিচার করার কারণে আমরা ভিসি মাসুদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। পাশাপাশি কুয়েট শিক্ষক সমিতিসহ যারা ভিসি মাসুদের পেছনে থেকে কলকাঠি নাড়ছে তাদের বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি।


প্রসঙ্গত, গত ১৮ ফেব্রুয়ারি ছাত্ররাজনীতি বন্ধের দাবি নিয়ে কুয়েট ক্যাম্পাসে বহিরাগত ছাত্রদল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে অনেক শিক্ষার্থী আহত হন। ১৪ই এপ্রিল রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ৩৭জন শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করার সিদ্ধান্তের কথা জানায় কর্তৃপক্ষ। এ ঘটনায় শিক্ষার্থীরা আমরণ অনশন চালিয়ে যাচ্ছে।


বিবার্তা/মহসিন/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com