
খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অনশনরত শিক্ষার্থীদের একদফা— কুয়েট উপাচার্য অধ্যাপক মাছুদকে অপসারণের দাবির সঙ্গে সংহতি প্রকাশ করে প্রতীকী অনশন করেছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ( শেকৃবি) শিক্ষার্থীরা।
বুধবার (২৩ এপ্রিল) সকাল ১১ টায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) পতাকা স্ট্যান্ড সম্মুখে শেকৃবি সাধারণ শিক্ষার্থীর আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।
এই সময় তাদের "অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক অ্যাকশন", " এক-দুই-তিন-চার,মাসুদ তুই গদি ছাড়","দফা এক দাবি এক মাসুদ এর পদত্যাগ"," তুমি কে আমি কে,কুয়েট কুয়েট" ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
এতে বিভিন্ন অনুষদের শিক্ষার্থীরা অংশ নেন এবং কুয়েটের আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ তাদের ক্লাস-পরিক্ষা বর্জন করেন।শিক্ষার্থীরা বলেন, আজ সন্ধ্যার মধ্যে হয় কুয়েটের ভিসি স্বেচ্ছায় পদত্যাগ করবেন না হয় রাষ্ট্রপতির ক্ষমতা বলে কুয়েটের ভিসিকে তার পদ থেকে অপসারণ করবেন।
প্রতীকী অনশনে অংশ্রগ্রহনকারী শিক্ষার্থী মোহাম্মদ ওমর ফারুক বলেন,আন্দোলন চলমান, ভিসি অপসারণের জন্য যে একদফা দাবি করেছে কুয়েট শিক্ষার্থীরা তাদের সাথে একাত্মতা পোষণ করে আমরা আজকে আমাদের সকল একাডেমিক কার্যক্রম স্থগিত করেছি। আমাদের দাবি কুয়েটের ভিসি আজকের মধ্যেই পদত্যাগ করতে হবে।
এছাড়াও মোহাম্মদ রাহাদ বলেন,আমরা আমাদের কুয়েটের ভাইদের দাবির সাথে একাত্মতা পোষণ করছি। এরই অংশ হিসেবে আজকে আমরা আমাদের একাডেমিক কার্যক্রম বর্জন করেছি এবং প্রতীকী অননেশন বসেছি। আমরা চাই আজকেই কুয়েট ভিসি পদত্যাগ করুক।
এবং মেহেদী হাসান নাঈম বলেন,আজকে আমরা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা সকল ক্লাস পরীক্ষা বর্জন করে কুয়েটের ভাইদের সাথে একাত্মতা পোষণ করছি। আমরা কোনো ফ্যাসিস্টএর উত্থান আর চাই না। একটা সরকারের বৈধতা আসে জনগণের সমর্থন দিয়ে, তেমনি একজন ভিসির বৈধতা আসা উচিত শিক্ষার্থীদের সমর্থনের মাধ্যমে। যেখানে শিক্ষার্থীরা তাকে বৈধতা দিচ্ছে না সুতরাং তাকে অবশ্যই গদি ছাড়তে হবে। জুলাই অভ্যুত্থান আমাদের রক্ত দিতে শিখিয়েছে এবং জালিমের বিরুদ্ধে যুদ্ধ করতে শিখিয়েছে, সুতরাং আমাদের গদির ভয় দেখিয়ে লাভ নেই এবং যারাই জুলুম চালাবে তাদের বিরুদ্ধেই ছাত্রসমাজ ঐক্যবদ্ধ ভাবে দাঁড়িয়ে যাবে। আমরা কুয়েটের শিক্ষার্থী ভাইদের সাথে একাত্মতা পোষণ করে বলছি যে আমরা তাদের পাশে আছি যতক্ষণ পর্যন্ত দাবি পূরণ হচ্ছে।
এছাড়াও প্রতীকী অনশন কর্মসূচিতে অংশগ্রহণ করেন,শেকৃবি শাখার ছাত্রশিবির এর সাধারণ সম্পাদক, ছাত্রদলের সাধারণ সম্পাদক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর নেতাকর্মীরা।
বিবার্তা/ফাহিম/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]