কুয়েট শিক্ষার্থীদের সাথে সংহতি জানিয়ে কুবিতে গণস্বাক্ষর ও প্রতীকী অনশন
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৫, ১৮:০২
কুয়েট শিক্ষার্থীদের সাথে সংহতি জানিয়ে কুবিতে গণস্বাক্ষর ও প্রতীকী অনশন
কুবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীদের সাথে সংহতি প্রকাশ করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) গণস্বাক্ষর ও প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।


বুধবার (২৩ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে সকাল নয়টা থেকে গণস্বাক্ষর ও বেলা ১২টায় প্রতীকী অনশন কর্মসূচি পালন করেন তারা।


এসময় গণসাক্ষরের অংশ নেওয়া লোক প্রশাসন বিভাগের আশিকুর রহমান বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে কুয়েট শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানাই। বহিরাগত হামলাকারীদের শাস্তির আওতায় না এনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহিষ্কার করার মাধ্যমে ভিসি তার পদে থাকার যোগ্যতা হারিয়েছে। আমরা কুবি শিক্ষার্থীরা তার অবিলম্বে পদত্যাগ দকবি করছি।


অনশনে অংশ নেওয়া শিক্ষার্থী হান্নান রহিম বলেন, 'কুয়েট ভিসি নির্লজ্জতার চরম পর্যায়ে চলে গেছে। যেখানে সারাদেশ তার বিরুদ্ধে চলে যাওয়ার পরও সে নির্লজ্জতার আশ্রয় নিচ্ছে। তার মতে আন্দোলনে তার বিরোধী বেশি শিক্ষার্থী যায়নি। কিন্তু আমরা দেখেছি গতকাল কুয়েট শিক্ষার্থীদের সাথে সংহতি জানিয়ে সারা দেশের শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছে। ধারাবাহিকতায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে গণ স্বাক্ষর ও প্রতীকী অনশনের ডাক দিয়েছি। আমরা চাই খুব দ্রুত কুয়েট ভিসির পদত্যাগ করা হোক। তা না হলে আমরা আরও বড় ধরনের আন্দোলনে যাবো। '


অন্য আরেক শিক্ষার্থী নাইমুর রহমান বলেন, ' ভিসি মাসুদ তার পদ টিকিয়ে রাখার জন্য নানা ধরনের পন্থা অবলম্বন করছে। আমি তাকে প্রশ্ন করতে চাই এই পদে এমন কি রয়েছে। যেখানে শিক্ষার্থীরা আপনাকে চাচ্ছে না। শিক্ষার্থীদের এজন্যই তো আপনি এখানে এসেছেন। আমরা সকাল থেকে গণস্বাক্ষর কর্মসূচি করেছি। প্রায় ১০০০ শিক্ষার্থী আমাদের গণস্বাক্ষর কর্মসূচি তে অংশগ্রহণ করেছে৷ তার পাশাপাশি আমরা প্রতীকী অনশন আছি। '


বিবার্তা/প্রসেনজিত/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com