ইবিতে বৈশাখীয়ানা উৎসব
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৫, ২২:২৬
ইবিতে বৈশাখীয়ানা উৎসব
ইবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বাংলা নববর্ষ-১৪৩২ উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দুইদিন ব্যাপী ‘বৈশাখীয়ানা উৎসব’ অনুষ্ঠিত হয়েছে।


রবিবার ও সোমবার (২০-২১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গণে এ উৎসবের আয়োজন করে সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্নবিতান-ইবি পরিসর’।


উৎসবে প্রাচীন বাংলার গ্রামীণ সংস্কৃতি নাগরদোলা, চরকি, পল্লীগীতি ও বাউল গানসহ নানা লোকজ সাংস্কৃতিক আয়োজন করা হয়। এছাড়া বিভিন্ন পণ্য নিয়ে ২২টি স্টলে অংশ নেন ক্যাম্পাসের তরুণ উদ্যোক্তারা। এসব স্টলে টোকেনের মাধ্যমে হালখাতা পদ্ধতিতে বেচাকেনার ব্যবস্থা করা হয়।


স্বপ্নবিতান ইবি পরিসরের আহ্বায়ক আরিফা ইসলাম ভাবনা জানান, শিক্ষার্থীরা বর্তমানে আধুনিক সমাজে বসবাস করে। তারা বটতলা কেন্দ্রিক গান, নাগরদোলা ও চরকিতে চড়া এমন মেলা দেখতে অভ্যস্ত না। তাই এই বিষয়গুলো তুলে ধরার জন্য এ উৎসবের আয়োজন করা হয়েছে।


সোমবার বিকাল সাড়ে চারটায় বৈশাখীয়ানা উৎসবের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী ও ট্রেজারার অধ্যাপক ড. জাহাংগীর আলম।


এছাড়া ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম ও প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামানসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


বিবার্তা/তাজমুল/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com