পারভেজ হত্যার বিচারের দাবিতে বাকৃবি ছাত্রদলের পৃথক মানববন্ধন
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৫, ২১:৫৫
পারভেজ হত্যার বিচারের দাবিতে বাকৃবি ছাত্রদলের পৃথক মানববন্ধন
বাকৃবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতা জাহিদুল ইসলাম পারভেজ হত্যার প্রতিবাদে পৃথকভাবে মানববন্ধন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রদলের দুই গ্রুপ। পারস্পরিক সমন্বয়হীনতায় পৃথক স্থানে আলাদা সময়ে কর্মসূচি পালিত হওয়ায় একাত্মতা প্রকাশ করতে পারেনি সংগঠনটির নেতাকর্মীরা।


সোমবার (২১ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ‘বিজয় ৭১’ এর সামনে মানববন্ধন করেন ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান ও সদস্য সচিব শফিকুল ইসলাম শফিকের নেতৃত্বাধীন একটি অংশ। কালো ব্যাজ ধারণ করে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন হলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


মানববন্ধনে আহ্বায়ক মো. আতিকুর রহমান বলেন, ‘ছাত্রদল নেতা পারভেজ-এর নির্মম ও অমানবিক হত্যাকাণ্ড আমাদের সমাজে ন্যায়বিচার ও নিরাপত্তার প্রশ্নকে গভীরভাবে নাড়া দিয়েছে। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাই-এই হত্যাকাণ্ডের নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত দ্রুত সম্পন্ন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।


আলাদা কর্মসূচির বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ছাত্রদলের পক্ষ থেকে আমরা মানববন্ধন করেছি। পরে কে কোথায় কী করছে তা আমাদের দেখার বিষয় না।


অন্যদিকে ছাত্রদলের আরেকটি গ্রুপ, যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম তুষারের নেতৃত্বে একই দিন টিএসসির সামনে পৃথক মানববন্ধন করে।


এসময় তরিকুল ইসলাম তুষার বলেন, পারভেজ ইসলামের ওপর চালানো এই হামলা ছিল পূর্বপরিকল্পিত। নতুবা তুচ্ছ একটি ঘটনার জেরে, প্রক্টর কর্তৃক মীমাংসার পরও একজন মেধাবী ছাত্রকে প্রকাশ্যে বিশ্ববিদ্যালয়ের সামনে ছুরিকাঘাত করে হত্যা করার প্রশ্নই আসে না। আমরা এই নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে এই হত্যার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।


পৃথক মানববন্ধনের বিষয়ে তিনি বলেন, ‘আমাদের পক্ষ থেকে কাউকে ডাকা হয়নি। তাই ছাত্রদলের ব্যানারে আমরা নিজেরা আলাদা মানববন্ধন করেছি।’


বিবার্তা/আমান/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com