
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের 'এ' ও 'সি' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) সকাল দশটায় 'সি' ইউনিট এবং বিকাল তিনটায় 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
জানা যায়, 'সি' ইউনিটে ১২ টি কেন্দ্রে ৯ হাজার ৯৫২ জন আবেদনকারীর জন্য পরীক্ষার ব্যবস্থা করা হয়। এর মধ্যে ৭ হাজার ৬৪৬ জন পরীক্ষা দিয়েছেন। যা শতাংশ হিসেবে উপস্থিতির হার ৭৬.৮৩ শতাংশ। এছাড়া এই ইউনিটে মোট ২৪০ টি সিট রয়েছে। এছাড়া 'এ' ইউনিটে (বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ) ৩২ হাজার ৬৫৮ জন আবেদনকারীর জন্য মোট ৩০ টি কেন্দ্রে পরীক্ষার ব্যবস্থা করা হয়। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত এই ইউনিটের উপস্থিতির শতাংশ পাওয়া যায়নি। এই ইউনিটে মোট ৩৫০ টি সিট রয়েছে।
চাঁদপুর থেকে 'এ' ইউনিটে পরীক্ষা দিতে আসা ইসরাত জাহান লুনা, 'প্রশ্নের মান ঠিক ছিল এবং ফিজিক্স-কেমিস্ট্র ক্যালকুলেশন একটু কঠিন ছিল। অনেক সময় ব্যয় হয়েছিল এই ক্যালকুলেশনগুলোতে। এছাড়া ম্যাথ প্রশ্ন সহজ ছিল। হলের পরিবেশ খুবই ভালো ছিল, এছাড়া স্যাররাও যথেষ্ট আন্তরিক ছিল।'
আরেক পরীক্ষার্থী সাবিহা বলেন, 'আলহামদুলিল্লাহ, পরীক্ষা ভালোই হয়েছে! প্রশ্নগুলো মোটামুটি স্ট্যান্ডার্ড ছিল, থিওরির পাশাপাশি কিছু ম্যাথও ছিল। হলের পরিবেশও আলহামদুলিল্লাহ ভালো ছিল, স্বস্তিতে পরীক্ষা দিতে পেরেছি।'
চাঁদপুর থেকে পরীক্ষা দিতে আসা সাজ্জাদ হোসাইন নাঈম বলেন, 'এক্সামের প্রশ্ন তুলনামূলক সহজ হয়েছিলো। তবে প্রিপারেশন যদি আরও ভালো করে নিতাম তাহলে চান্স পাওয়াটা নিশ্চিত করতে পারতাম। তবে পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে। আশাহত হইনি।'
'এ' ইউনিটের ভর্তি কমিটির আহবায়ক এবং বিজ্ঞান অনুষদের ডিন সহযোগী অধ্যাপক ড. প্রদীপ দেবনাথ বলেন, 'অসঙ্গতির ঘটনা ঘটেছে এধরনের কোনো সংবাদ আমার কাছে আসেনি। পরীক্ষার সার্বিক বিষয় নিয়ে আমরা সন্তুষ্ট।'
'সি' ইউনিটের পরীক্ষা কমিটির আহবায়ক অধ্যাপক ড মোহাম্মদ আহসান উল্লাহ বলেন, 'সার্বিক পরিস্থিতি অনেক ভালো ছিল। সামান্য যে ত্রুটি ছিল, সেগুলো আমরা তাৎক্ষণিকভাবে সমাধান করেছি।'
সার্বিক ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো:হায়দার আলী বলেন, 'এই ভর্তি পরীক্ষা কোন একক ব্যক্তির কার্যক্রম নয়, এটি একটি যৌথ কার্যক্রম। আমরা দুইটি ইউনিটের পরীক্ষাই সুষ্ঠুভাবে সম্পন্ন করেছি। সেরকম কোন ঝামেলা হয়নি। এটা এক ধরণের চ্যালেঞ্জ। আশা করবো সামনের পরীক্ষাও আমরা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবো।'
বিবার্তা/প্রসেনজিত/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]