কুবিতে 'সি' ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন; উপস্থিতির হার ৭৬ শতাংশ
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৫, ১৫:৪০
কুবিতে 'সি' ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন; উপস্থিতির হার ৭৬ শতাংশ
কুবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) 'সি' ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) সকাল ১০ টায় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৯ হাজার ৯৫২ জন আবেদনকারীর মধ্যে ৭ হাজার ৬৪৬ জন পরীক্ষা দিয়েছেন। যা শতাংশ হিসেবে উপস্থিতির হার ৭৬.৮৩ শতাংশ।


গুচ্ছ থেকে বের হয়ে চার বছর পর নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয় কুবি প্রশাসন। সেই পরিপ্রেক্ষিতে 'সি' ইউনিটের (ব্যবসায় শিক্ষা) অনুষদের পরীক্ষার মাধ্যমে পরীক্ষা শুরু হয়েছে।


'সি' ইউনিটের ২৪০টি আসনের বিপরীতে ৯ হাজার ৯৫২ টি আবেদন জমা পড়ে।


চাঁদপুর থেকে পরীক্ষা দিতে আসা সাজ্জাদ হোসাইন নাঈম বলেন, 'এক্সামের প্রশ্ন তুলনামূলক সহজ হয়েছিলো। তবে প্রিপারেশন যদি আরও ভালো করে নিতাম তাহলে চান্স পাওয়াটা নিশ্চিত করতে পারতাম। তবে পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে। আশাহত হইনি।'


আরেক পরীক্ষার্থী রোবাইয়া আলম খুশবু বলেন, 'পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। পরীক্ষার মান স্ট্যান্ডার্ড ছিলো। ক্লাসে শিক্ষকদের ব্যবহারও ভালো ছিল। চান্স পাবো বলে আশা করা যায়।'


'সি' ইউনিটের পরীক্ষা কমিটির আহবায়ক অধ্যাপক ড মোহাম্মদ আহসান উল্লাহ বলেন, 'সার্বিক পরিস্থিতি অনেক ভালো ছিল। সামান্য যে ত্রুটি ছিল, সেগুলো আমরা তাৎক্ষণিকভাবে সমাধান করেছি।'


বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, স্বতন্ত্র পদ্ধতিতে ভর্তি পরীক্ষাকে আমরা সবাই যেহেতু একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি, তাই সবাই যার যার জায়গা থেকে খুবই সিরিয়াসলি সবকিছু মেইনটেইন করছে, আশা করছি, সুষ্ঠুভাবে সবকিছু সম্পন্ন হবে। বেশিরভাগ কেন্দ্র বিশ্ববিদ্যালয়ের বাহিরে হওয়ায় যোগাযোগের একটু সমস্যা হতে পারে। তবে আমরা অনেক আগে থেকেই সবার সাথে যোগাযোগ রক্ষা করছি।


বিবার্তা/প্রসেনজিত/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com