
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বাংলা নববর্ষের আনন্দ শোভাযাত্রায় না আসায় খালেদা জিয়া হলের শিক্ষার্থীদের দুপুরের খাবার বন্ধ করে দেয়ার অভিযোগ উঠেছে। বুধবার (১৬ এপ্রিল) হলটির প্রভোস্ট অধ্যাপক ড. জালাল উদ্দিন এ কাজ করেন।
জানা যায়, বুধবার (১৭ এপ্রিল) বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের খালেদা জিয়া হলে দুপুরে বিশেষ পান্তাভাতের আয়োজন করা হয়। এদিকে বেলা ১১টায় নববর্ষ উদযাপন উপলক্ষ্যে হল থেকে ব্যান্ড পার্টিসহ আনন্দ শোভাযাত্রার আয়োজন করা। হলের আবাসিক শিক্ষার্থী চারশত জন হলেও এসময় মাত্র সাতজন শিক্ষার্থী উপস্থিত হন। এতে ক্ষিপ্ত হয়ে তাৎক্ষণিক দুপুরের পান্তাভাতের আয়োজনটি বন্ধ ঘোষণা করেন হলটির প্রভোস্ট অধ্যাপক ড. জালাল উদ্দিন। এছাড়া রাত নয়টায় সকল শিক্ষার্থীদের নিয়ে বিশেষ মিটিংয়ের আহ্বান জানান।
এদিকে হলটির ডাইনিংয়ে দুপুরের নিয়মিত খাবারের আয়োজনও করা হয়নি। এতে ক্ষুব্ধ হয়ে হল প্রভোস্টের পদত্যাগের দাবিতে তার কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা।
এ বিষয়ে হলটির আবাসিক শিক্ষার্থী মাহমুদা খাতুন বলেন, প্রভোস্ট আমাদের বলেছেন বৈশাখী অনুষ্ঠানের দিন দুপুরে হলে খাবারের ব্যবস্থা করা হবে। আমরা লিস্ট দিয়েছি, সেই অনুযায়ী আমাদের টোকেন দিয়েছে। আমাদের অধিকাংশ শিক্ষার্থীর ক্লাস পরীক্ষা ছিলো তাই আমরা উপস্থিত হতে পারিনি। এ-কারণে স্যার রাগ করে সিদ্ধান্ত নিয়েছে আমাদের দুপুরে খেতে দেওয়া হবে না। আপাতত ডাইনিং বন্ধ থাকবে এবং রাত নয়টার সময় সেন্ট্রাল মিটিং করা হবে। আমি হলের সিনিয়র আপুর কাছে খাবারের টোকেন নিতে গেলে তিনি আমাকে জানান যে, স্যার নিষেধ করছে আজ খাবার দেওয়া হবে না।
হলটির প্রভোস্ট অধ্যাপক ড. জালাল উদ্দিন বলেন, আমরা জাতীয় অনুষ্ঠানে সবসময় চেষ্টা করি জমকালো আয়োজন করার। আমার হলে প্রায় ৪০০ ছাত্রী থাকে। কিন্তু সকালে ৬-৭ জন শিক্ষার্থী ছাড়া আর কেউ শোভাযাত্রায় আসেনি। আমাদের ব্যান্ড পার্টি ছিলো, এই কয়েকজন নিয়ে শোভাযাত্রায় অংশগ্রহণ করা সম্ভব না হওয়ায় প্ল্যান ক্যান্সেল করি এবং তৎক্ষনাৎ হতাশ হয়ে আমি দুপুরের খাবারটা বন্ধ করার চিন্তা করেছি। তবে এতে শিক্ষার্থীরা যেহেতু কষ্ট পেয়েছে তাই আমরা তাদের সাথে কথা বলে সমাধানের চেষ্টা করতেছি।
বিবার্তা/জায়িম/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]