
দীর্ঘ পাঁচ বছর পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বাংলা নববর্ষ উদ্যাপন ঘিরে ছিল নানামুখী আনন্দঘন আয়োজন। বর্ষবরণকে উৎসবমুখর করে তুলতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী থেকে শুরু করে আয়োজনে যোগ দেন কর্মকর্তা-কর্মচারীবৃন্দও।
সোমবার (১৪ এপ্রিল) দিনব্যাপী এই আয়োজন করা হয়।
দিনের শুরুতেই সকাল সাড়ে ৯ টার দিকে বর্ষবরণ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে বর্ষবরণ আয়োজনের মূলকেন্দ্র বৈশাখি চত্বরে গিয়ে শেষ হয়। এরপর ১০ টায় ছেলেদের মোরগ লড়াই ও মেয়েদের মিউজিক্যাল চেয়ার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যা শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে।
সকাল সাড়ে ১০টা থেকে শুরু হয় বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা। শিক্ষার্থীরা পরিবেশন করে লোকগান, নৃত্য, কবিতা আবৃত্তি এবং নাটিকা। এছাড়াও, নববর্ষ উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগের পক্ষ থেকে বসানো হয় পিঠাপুলির স্টল। যেখানে বাংলার ঐতিহ্যবাহী নানা ধরনের পিঠা যেমন পাটিসাপটা, চিতই, দুধচিতই ও মালপোয়া পরিবেশন করা হচ্ছে।
এসময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান বলেন, 'আমাদের বাঙালিদের জন্য এবারের পহেলা বৈশাখ দেশ গড়ার এক নতুন সম্ভাবনা নিয়ে এসেছে। বিগত বছরের ফ্যাসিবাদের থাবা থেকে মুক্ত হয়ে, আগামীর সুন্দর বাংলাদেশ গড়ার যে অঙ্গীকার — সেটি এই নতুন বছরের প্রভাতে হতে পারে এক ভিন্ন শপথের সূচনা।
উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল বলেন, 'আমাদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্য যাতে কখনো হারিয়ে না যায়, সেদিকে সকলকে সচেতন থাকতে হবে। আমরা আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে যে মহান স্বাধীনতা অর্জন করেছি, সেই স্বাধীনতাকে শক্তি ও প্রেরণা হিসেবে ধারণ করে দেশ ও জাতিকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে। এই আয়োজন নবপ্রজন্মের মাঝে দেশপ্রেম ও সাংস্কৃতিক চেতনাকে জাগ্রত করবে।'
উপাচার্য ড. মো. হায়দার আলী বলেন, 'আমাদের আয়োজকরা স্বল্প সময়ের প্রস্তুতিতে খুবই সুন্দর একটা আয়োজন উপহার দিয়েছে। আমরা প্রশাসনের পক্ষ থেকে তাদের ধন্যবাদ জানাচ্ছি। আমি জানতে পেরেছি গত পাঁচ বছর এখানে নববর্ষ হয়নি। ধর্ম-বর্ণ-নির্বিশেষে এটি সকলের একটি প্রোগ্রাম। এখন থেকে উৎসবটি নিয়মিত এবং আরো সুন্দর করে হবে।
বিবার্তা/প্রসেনজিত/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]