
রিকশাচালককে জাল টাকা দেয়ায় মো. মফিজ নামে এক যুবককে মারধর করেছে উপস্থিত জনতা। শুক্রবার (১১ এপ্রিল) সকালে রাজধানীর নিউমার্কেটে এ ঘটনা ঘটেছে।
উপস্থিত জনতা জানান, সকালে নিউমার্কেট এলাকায় রিকশা থেকে নেমে রিকশাচালককে মফিজ এক হাজার টাকার জাল নোট প্রদান করেন।
পরে নোটটি রিকশাচালক দেখে বুঝতে পারেন নোটটি জাল এবং উপস্থিত লোকজনকে দেখান। পরে রিকশাচালক ও উপস্থিত লোকদের সঙ্গে তর্কে জড়ান মফিজ। পরে এক পর্যায়ে উত্তেজিত উপস্থিত জনতা মফিজকে মারধর করেন এবং পুলিশের হাতে তুলে দেন।
প্রত্যক্ষদর্শী সোহেল তালুকদার (বরগুনা) নামে একজন জানান, মফিজের আচরণ দেখে সন্দেহজনক মনে হয়েছে এবং উপস্থিত লোকদের সঙ্গে তর্কে জড়িয়েছিলেন। যার কারণে তাকে উপস্থিত জনতা মারধর করেছে। পরে তাকে নিউমার্কেট থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
অভিযুক্ত মফিজ বলেন, 'আমি রিকশাচালককে জাল টাকা দিয়েছি এবং চালক ও উপস্থিত লোকদের সঙ্গে তর্কে জড়িয়েছিলাম। যার কারণে আমাকে মারধর করা হয়েছে।'
জানতে চাইলে নিউমার্কেট থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হাফিজুল ইসলাম বলেন, মফিজকে মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
বিবার্তা/সাখওয়াত/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]