
চলতি বছরের বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) পরিচালিত এসএসসি শুরু হচ্ছে শুক্রবার (১১ এপ্রিল)।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
এতে বলা হয়, আগামী শুক্রবার (১১ এপ্রিল) একযোগে সারাদেশে বাউবির এসএসসি শুরু হচ্ছে । এবার সর্বমোট ১৯৮টি কেন্দ্রে প্রথম ও দ্বিতীয় বর্ষে মোট ৩৪ হাজার ২ শত ৫৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবেন। পরীক্ষার্থীদের মধ্যে ২২ হাজার ৩ শত ৫৩ জন পুরুষ এবং ১১ হাজার ৯ শত ১ জন নারী।
এ পরীক্ষা বাউবি নির্ধারিত রুটিন অনুযায়ী শুক্রবার ও শনিবার দিনগুলোতে সকাল ও বিকালে অনুষ্ঠিত হবে। এবারের পরীক্ষা শেষ হবে আগামী ৯ মে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]