
ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলা ও গণহত্যার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষক সমিতি।
বুধবার (৯ এপ্রিল) সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়া ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জিনাত হুদা এক বিবৃতিতে এ প্রতিবাদ জানায়।
বিবৃতিতে বলা হয়, এ অঞ্চলসমূহে ইসরায়েলি আগ্রাসন, দখলদারত্ব, নির্মম গণহত্যা শিক্ষক সমাজকে বাকরুদ্ধ ও স্তম্ভিত করেছে। পুরো গাজা নগরী আজ ধ্বংসের শহর ও মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। ইসরায়েলি বোমা বর্ষণে ধ্বংস হচ্ছে শহর, নগর, আশ্রয়স্থল। উড়ছে শিশুদের ছিন্নদেহ। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এ নৃশংস হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাচ্ছে এবং নিপীড়িত ফিলিস্তিনবাসীদের প্রতি সংহতি জ্ঞাপন করছে।
বিবৃতিতে আরও বলা হয়, গাজা ভূখণ্ডে ইসরাইল যে গণহত্যা ও আক্রমণ চালাচ্ছে তা সব আন্তর্জাতিক রীতি-নীতির সুস্পষ্ট লঙ্ঘন। একটি স্বাধীন অঞ্চলের নিরীহ নাগরিকদের ওপর এমন বর্বরোচিত হামলা যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হয়ে থাকে। গাজা ও রাফায় বসবাসরত লাখ লাখ মানুষের জন্য খাবার, বিদ্যুৎ ও পানি সরবরাহ বন্ধ করে রাখা হয়েছে। এমনকি আর্ন্তজাতিক স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকেও সেখানে ত্রাণ তৎপরতা পরিচালনা করতে দেওয়া হচ্ছে না। গাজায় মানবিক সহায়তা বন্ধ থাকায় তীব্র খাদ্যসংকটে পড়েছে লাখ লাখ নিরীহ নারী, শিশু ও সাধারণ জনগণ। জাতিগত বিদ্বেষপ্রসূত এ ধরনের নিপীড়ন ও পৈশাচিক বর্বরতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
বিবৃতিতে ইসরায়েলি দখলদার বাহিনী ফিলিস্তিনিদের ওপর যে জাতিগত হামলা চালাচ্ছে এবং মানবিক বিপর্যয়ের ঘটনা ঘটাচ্ছে, এর সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং দায়ী ব্যক্তিদের যুদ্ধাপরাধ আইন অনুসারে বিচারের আওতায় আনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবি জানানো হয়।
একইসঙ্গে দ্রুত ইসরায়েলি সহিংসতা বন্ধ করে ফিলিস্তিনিদের আকাঙ্খার ভিত্তিতে দ্বি-রাষ্ট্রীয় সমীকরণে পৌঁছাতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়।
বিবার্তা/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]