চবিতে চতুর্থবারের মতো হতে যাচ্ছে চিটাগং সায়েন্স কার্নিভাল ৪.০
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৩১
চবিতে চতুর্থবারের মতো হতে যাচ্ছে চিটাগং সায়েন্স কার্নিভাল ৪.০
চবি প্রতিনিধ
প্রিন্ট অ-অ+

সহস্রাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) চতুর্থবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে "চিটাগং সায়েন্স কার্নিভাল ৪.০"। চিটাগং ইউনিভার্সিটি সায়েন্টিফিক সোসাইটি'র( সিইউসিসি) উদ্যোগে আয়োজিত এ কার্নিভাল ১৩ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয়ের সামাজবিজ্ঞান অনুষদের মিলনায়তনে অনুষ্ঠিত হবে।


মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় চবি সাংবাদিক সমিতির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে জানান আয়োজকরা।


সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফুরকান, সভাপতি রওনাক রওশন ফিহা, সাধারণ সম্পাদক কে এম সিফাত শাহরিন স্বচ্ছ এবং মিডিয়া হেড মো. শরীফুল ইসলাম।


আয়োজকরা জানান, আগামী বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইয়াহ্ইয়া আখতার।


এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোঃ কামাল উদ্দিন। মূখ্য আলোচক হিসেবে আলোচনা করবেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মুনীরা সুলতানা।


অনুষ্ঠানে শিক্ষার্থীরা পোস্টার প্রেজেন্টেশন, প্রজেক্ট শোকেসিং, হ্যাকাথন, রোবোসকার, সায়েন্স অলিম্পিয়াড, গেমিং সেগমেন্ট, ইনোভেটিভ শাটল ও ব্রেইন্সট্রর্মিং সেগমেন্টে অংশ নিবেন। এতে বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে ফোর ডি মুভি বাস ও মিউজিয়াম বাস এক্সিবিশন। অনুষ্ঠান শেষে প্রত্যেক ইভেন্টে আলাদা আলাদা পুরস্কার দেওয়া হবে।


এতে মিডিয়া পার্টনার হিসেবে থাকবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, চ্যানেল ২৪,একাত্তর টিভি ও দৈনিক আজাদী।


বিবার্তা/মহসিন/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com