শিক্ষকের গায়ে হাত তুলল চবি শেখ হাসিনা হলের ছাত্রী
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২২:১৪
শিক্ষকের গায়ে হাত তুলল চবি শেখ হাসিনা হলের ছাত্রী
চবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সহকারী প্রক্টর ও ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ কুরবান আলির গায়ে হাত তুলেন শেখ হাসিনা হলের এক ছাত্রী। ঐ ছাত্রী ২০১৮-১৯ শিক্ষাবর্ষের আইন বিভাগের শিক্ষার্থী আফসানা এনায়েত এমি।


গত ৫ ফেব্রুয়ারি ঘটনাটি সংঘটিত হলেও মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিওতে এ বিষয়টি ছড়িয়ে পড়ে।


জানা গেছে, গত ৫ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শেখ হাসিনা হলের নামফলক ও হলের সামনে কংক্রিট নির্মিত নৌকা ভাঙতে গেলে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন ঐ হলের শিক্ষার্থীরা। বাকবিতণ্ডার এক পর্যায়ে ঐ শিক্ষার্থী সহকারী প্রক্টর ড. মো. কোরবান আলীর গায়ে হাত তুলেন। ঘটনাস্থলে সংবাদ সংগ্রহ করতে যাওয়া এক সাংবাদিকের মোবাইল কেড়ে নেয়া ও সাংবাদিকদের হেনস্তার মতো ঘটনাও ঘটে সেদিন।


এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষক অধ্যাপক ড. কুরবান আলী বলেন, আসলে ভিডিও ফুটেজে স্পষ্টত সবকিছু দেখা গেছে। এর বাইরে আমি আর কিছু বলতে চাই না।


বিস্তারিত জানতে ঐ ছাত্রীকে ফোন করলেও তার সাড়া পাওয়া যায়নি।


এদিকে শিক্ষকের উপর হামলা ও লাঞ্ছনার ঘটনায় ইসলামি ছাত্রশিবির নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি প্রকাশ ও জাতীয়তাবাদী ছাত্রদল বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে।


বিবার্তা/মহসিন/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com