ছাত্রশিবিরের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চবিতে 'শিবির মিটস ব্রিলিয়ান্স'
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৫৯
ছাত্রশিবিরের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চবিতে 'শিবির মিটস ব্রিলিয়ান্স'
চবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রশিবিরের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রায় হাজারো শিক্ষার্থীর অংশগ্রহণে "শিবির মিট ব্রিলিয়ান্স" অনুষ্ঠানের আয়োজন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির ।


সোমবার (১০ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ অডিটোরিয়ামে এটি অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে ছাত্রশিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি মোহাম্মদ আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন চবি শাখা শিবিরের সভাপতি মুহাম্মদ ইব্রাহিম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চবি শাখা শিবিরের সাবেক সভাপতি ব্যারিস্টার মোস্তফা সাকের উল্লাহ, এ আই সাইনটিস্ট মুজিবুর রহমান ও রাজিফুল হাসান বাপ্পি।


ক্রিটিকস প্যানেলে মন্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মোহাম্মদ আজহার ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্লাব অ্যালায়েন্সের সভাপতি মোহাম্মদ সাজ্জাদ হোসাইন।


চবি শাখা শিবিরের সাবেক সভাপতি ব্যারিস্টার মোস্তফা সাকের উল্লাহ বলেন, বিগত ১৬ বছরে আমরা যে ছাত্ররাজনীতি দেখেছি তা যদি ছাত্র রাজনীতি হয় তাহলে এমন রাজনীতি আমরা চাই না। ছাত্ররাজনীতি যদি নৈতিকতা,আদর্শিক ও ছাত্রদের কল্যাণকামী হয় তবে এমন রাজনীতিই আমরা চাই। যে রাজনীতি আদর্শের প্রভাবে অন্যায়ের বিরুদ্ধে আবু সাঈদের মতো গুলির সামনে বুক চিতিয়ে দিতে দ্বিধা করবে না। এই ক্যাম্পাসে এমন সাহসী ছিল মাসুদ বিন হাবিব, মুজাহিদুল ইসলাম, শহিদ মামুন। দুঃখের বিষয় হলো তাদের মৃত্যুতে শিবির ছাড়া কেউ কাঁদে নাই।গত ১৬ বছরে এমন ন্যারেটিভ প্রচলিত ছিল যে ছাত্রশিবিরকে মারলে মানুষ মারা হয় না। আপনারা এই বক্তব্যের বিরুদ্ধে দাঁড়ান। আপনারা চুপ থাকলে আপনিও একদিন আক্রান্ত হবেন যা মানবাধিকার লঙ্ঘন হবে।


ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, আপনাদের প্রশ্নগুলে শুনে আশান্বিত হয়েছি যে আপনারা ছাত্রশিবিরকে জানার চেষ্টা করছেন। আমাদের এই দেশ অনেক জুলুমের শিকার হয়েছে। এদেশের মানুষ বারবার অন্যায় জুলুম নিপীড়নের মধ্যে দিন কাটিয়েছে। আমাদের দেশ স্বাধীন হওয়ার পরেও এক অদৃশ্য শক্তির কাছে পরাধীন ছিল। আমরা যারা দেশকে ভালোবাসি তাদের দেশের প্রতি দায়বদ্ধতা রয়েছে। সেই দায়বদ্ধতা থেকে আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এগিয়ে যাবো।


তিনি আরো বলেন, আমরা চাই সম্ভবনাময় একটি বাংলাদেশ। আমাদের অনেক ম্যানপাওয়ার রয়েছে যা কাজে লাগিয়ে দেশ সমৃদ্ধি করা যাবে। আমাদের দেশ প্রাকৃতিক সম্পদের পরিপূর্ণ এগুলো খুঁজে বের করার দায়িত্ব আমাদের। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আমরা দেশ ও জাতির জন্য কাজ করবো। ইসলামী ছাত্রশিবির সেই লক্ষ্যে সৎ, দক্ষ দেশপ্রেমিক নাগরিক তৈরিতে কাজ করছে।


অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রাসেল আহমেদ ও সহ-সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি।


উল্লেখ্য, অনুষ্ঠানে অমর একুশে বইমেলা ২০২৫ এ বই প্রকাশিত হওয়া ১৩ জন চবি শিক্ষার্থীকে লেখক সংবর্ধনা প্রদান করা হয়।


বিবার্তা/মহসিন/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com