
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) প্রতিষ্ঠাকালীন নাম ফেরত চেয়ে ফের সংবাদ সম্মেলন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সংবাদ সম্মেলনের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন নাম রংপুর বিশ্ববিদ্যালয় পুনর্বহালের দাবি জানিয়েছেন।
এসময় শিক্ষার্থীরা জানান, আমরা এই পুনর্বহালের দাবিতে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন, স্মারকলিপি প্রদান সহ সকল ব্যবস্থা গ্রহণ করেও কোনো সুফল পাচ্ছি না। তাই আগামী ৭ কর্মদিবসে মধ্যে আমাদের দাবি আদায় না হলে আমরা কঠোর কর্মসূচি স্বরুপ কমপ্লিট শাটডাউনের মতো কর্মসূচি পালন করব।
এসময় শিক্ষার্থীরা আরও জানান, বিগত ৫ ফেব্রুয়ারি বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত শেখ হাসিনার উদ্বোধনী ফকলটি ভেঙ্গে দিয়ে রংপুর নাম ঘোষণা করে।
উল্লেখ্য, ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময়ে রংপুর বিশ্ববিদ্যালয় নামে প্রতিষ্ঠিত হওয়া বিশ্ববিদ্যালয়টির নাম তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবর্তন করে রাখেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর।
বিবার্তা/সোলাইমান/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]