
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) প্রশাসন স্নাতকোত্তর সম্পন্ন করা শিক্ষার্থীদের ১৫ দিনের মধ্যে হল ত্যাগের নির্দেশ দিয়েছে।
বিশ্ববিদ্যালয়ের আবাসিক সিট সংকট নিরসনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মো. হেলাল উদ্দীন। শনিবার (৮ ফেব্রুয়ারি) তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, নবীন শিক্ষার্থীদের সিট নিশ্চিত করতে এবং সিট বণ্টনজনিত সমস্যা সমাধানের লক্ষ্যে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এর আগে, গত ১৫ জানুয়ারি বাকৃবি উপাচার্যের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। যেখানে অনুষদীয় ডিন, ছাত্র বিষয়ক উপদেষ্টা, প্রক্টর এবং সকল হলের প্রভোস্টরা উপস্থিত ছিলেন। সভায় সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেওয়া হয় যে, স্নাতকোত্তর থিসিস ডিফেন্স সম্পন্ন করা শিক্ষার্থীদের ১৫ দিনের মধ্যে হল ছাড়তে হবে। অন্যথায়, তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল নীতিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে প্রভোস্ট কাউন্সিলের আহবায়ক অধ্যাপক ড. মো রুহুল আমিন বলেন, হলগুলোর অধিকাংশ সিট পূর্ণ হয়ে গেছে। বিশেষত মেয়েদের হলে নবীন শিক্ষার্থীদের জায়গা দিতে সিট সংকট দেখা দিয়েছে। বর্তমানে নির্মাণাধীন নতুন ছাত্রী হলে মাত্র ৩০০ শিক্ষার্থীকে জায়গা দেওয়া সম্ভব হবে। এছাড়া, আগামী এপ্রিলে ভর্তি পরীক্ষা এবং জুলাইয়ে নবীনদের ক্লাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই, স্নাতকোত্তর সম্পন্ন করা শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে দ্রুত এই সংকটের সমাধান করতে চাই।
বিবার্তা/আমান/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]