চবিতে ব্যতিক্রমী উদ্যোগ, ১৫শ শিক্ষার্থীকে অর্থসহ কোরআন প্রদান
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৫৮
চবিতে ব্যতিক্রমী উদ্যোগ, ১৫শ শিক্ষার্থীকে অর্থসহ কোরআন প্রদান
চবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ১৫শ শিক্ষার্থীর মাঝে অর্থসহ কুরআন বিতরণ করেছে "মিনার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়"। আল কুরআন একাডেমি লন্ডন" এর সৌজন্যে এ কর্মসূচি বাস্তবায়ন করে তারা।


মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের মিলনায়তনে দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত পালিত হয় এ কর্মসূচি।


এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো: কামাল উদ্দীন, মিনারের চেয়ারম্যান মুহাম্মদ ইব্রাহীম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আল কুরআন একাডেমি লন্ডনের চেয়ারম্যান হাফেজ ড. মুনির উদ্দিন আহমদ।


আলোচকবৃন্দ হিসেবে উপস্থিত ছিলেন বাইতুশ শরফ আদর্শ কামিল মাদরাসা সাবেক অধ্যক্ষ ড.সাইয়্যেদ মুহাম্মদ আবু নোমান, ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. আহমদ আলী, পিএসসি.জি. শিক্ষাবিদ গবেষক ও কবি কর্নেল (অবঃ) আশরাফ আল দীন, ইমপ্রেস নিউটেক্স কম্পোজিট টেক্সটাইল লিমিটেডের ডিরেক্টর মাওলানা নুরুল আমিন মাহদী, চবি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ আবু দাউদ মুহাম্মদ মামুন।


মিনারের চেয়ারম্যান মুহাম্মদ ইব্রাহিম বলেন, মিনার আপনাদের জন্য অনেক কিছু নিয়ে আসবে তবে আমাদের একার পক্ষে তা সবার মাঝে পৌঁছানো সম্ভন নয়। আপনাদের সকলের প্রচেষ্টা ও সহযোগিতা থাকতে হবে। মিনার প্রতিবছর এরকম অনুষ্ঠান করবে আপনারা সহযোগিতা করবেন।


আল কুরআন একাডেমি লন্ডন'র চেয়ারম্যান ও অনুষ্ঠানের প্রধান আলোচক ড. মুনির উদ্দিন আহমদ বলেন, কুরআনের সাথে যারাই সম্পৃক্ত ছিল তারাই শ্রেষ্ঠ হয়েছে। আগামীদিনে এ জাতির পরিবর্তনের জন্য তোমাদের হাতে একটি অস্ত্র প্রয়োজন, সেই অস্ত্রের নাম কুরআন। এ কুরআনকে তোমাদের হাতে দিয়ে তোমাদের উপর একটি দায়িত্ব দিয়ে যাচ্ছি। এ কুরআন দিয়ে তোমরা এদেশের ভাগ্য পরিবর্তন করবে আমরা সেই আশা করছি।


চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেন, আপনারা কোরআন ঘরে সাজিয়ে না রেখে কুরআন পড়ুন, এর মর্ম ছড়িয়ে দিন। এতে করে নৈতিকতা উন্নত হবে ফলে সমাজে কোনো বিশৃঙ্খলা থাকবে না।


অনুষ্ঠানে মিনারের সদস্য মাসউদুর রহমান ফাহাদের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন মিনারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. আ ক ম আব্দুল কাদের।


বিবার্তা/মহসিন/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com